কে তুমি নন্দিনী? লাল অফ শোল্ডারে নেটজনতার চোখে ধাঁধা লাগালেন ‘অপরাজিতা অপু’র আন্টি টু

Published On:

বাংলাহান্ট ডেস্ক: জি বাংলার সিরিয়াল ‘অপরাজিতা অপু’ (aparajita apu) শুরু হওয়ার কয়েক দিনছর মধ‍্যেই টিআরপি তালিকার প্রথম দশে উঠে এসেছে। অপু দীপুর দুষ্টু মিষ্টি খুনসুটির জোরে দর্শকদের অফুরন্ত ভালবাসা পেতে সক্ষম হয়েছে এই সিরিয়াল। তবে শুধু অপু দীপুকেই পুরো কৃতিত্বটা দিলে চলবে না অবশ‍্য। কারণ অপুর ‘আন্টি টু’র কূটবুদ্ধিও দর্শকদের মন জয় করে নিয়েছে।

এই আন্টি টু ওরফে যূথিকার চরিত্রে অভিনয় করছেন নন্দিনী চট্টোপাধ‍্যায় (nondini chatterjee)। টেলিভিশন জগতে দীর্ঘদিন ধরে কাজ করছেন তিনি। মূলত সিরিয়ালে অভিনয় করলেও কয়েকটি ছবিও করেছেন তিনি। বেশিরভাগ সিরিয়ালেই খল চরিত্রে অভিনয় করেছেন নন্দিনী। অপরাজিতা অপুতেও তাঁর চরিত্রটি কূটকাচালিতে সিদ্ধহস্ত।


কিন্তু ক‍্যামেরার সামনে যতই খলনায়িকার ভূমিকায় অভিনয় করুন না কেন, বাস্তব জীবনে কিন্তু খুবই হাসিখুশি নন্দিনী। সোশ‍্যাল মিডিয়াতেও তাঁর অ্যাকাউন্ট রয়েছে। যদিও নেটদুনিয়ায় খুব একটা সক্রিয় নন তিনি। তবে মাঝে মধ‍্যে টুকটাক ফটোশুটের ছবি শেয়ার করতে থাকেন নন্দিনী। কিন্তু যদি ভাবেন সিরিয়ালের মতো শাড়ি, গয়নায় সেজেগুজে ফটোশুট করেন তিনি তবে ভুল করছেন।

https://www.instagram.com/p/CMZJywoAgZG/?utm_medium=copy_link

অফ ক‍্যামেরায় রীতিমতো মডার্ন পোশাকেই দেখা যায় ‘আন্টি টু’কে। পারফেক্ট টোনড ফিগারে জিন্স টপ বা অফ শোল্ডার পোশাক সবেতেই দিব‍্যি স্বচ্ছন্দ নন্দিনী। এমনকি তাঁর ফিগার দেখে ঈর্ষান্বিতও হতে পারেন তরুণী অভিনেত্রীরা। সম্প্রতি একটি লাল বডি হাগিং অফ শোল্ডার পোশাকে ক‍্যামেরাবন্দি হয়েছেন নন্দিনী।

https://www.instagram.com/p/CQQJ6hYB8VF/?utm_medium=copy_link

মুহূর্তের মধ‍্যে ভাইরাল সেই ছবি। নন্দিনীর রূপ দেখে হতবাক নেটিজেনরা। একজন তো বলেই বসলেন, ‘অপরাজিতা অপু দেখে যখন এই পোস্ট দেখি হার্ট অ্যাটাক হওয়ার অবস্থা হয়েছিল।’ আবার আরেকজন লিখেছেন, ‘ঝড়ে উড়ে গেলাম, আন্টি টু’। তবে এই ছবিতেও কটাক্ষ করতে ছাড়েননি অনেকে। ‘এই বয়সে এইসব মানায়?’ প্রশ্ন কয়েকজনের।

https://www.instagram.com/p/CMxPMloAGDX/?utm_medium=copy_link

প্রসঙ্গত, অপরাজিতা অপু সিরিয়ালে অপুর শাশুড়ি অবলার বোন যূথিকার চরিত্রে অভিনয় করছেন নন্দিনী। তবে অপু মজা করে তাঁকে ডাকে ‘আন্টি টু’। অপুকে অবলার চোখে খারাপ করে কিভাবে সম্পত্তি হাতানো যায় সেই চিন্তাই সর্বক্ষণ ঘোরে যূথিকার মাথায়। আর সেই উদ্দেশেই একের পর এক কুমন্ত্রণা দিয়ে চলেছেন তিনি অবলাকে। অপু কি যূথিকার আসল উদ্দেশ‍্যটা ধরতে পারবে? তার অপেক্ষাতেই রয়েছে দর্শকরা।

সম্পর্কিত খবর

X