বাংলাহান্ট ডেস্ক : আমাদের ছোটবেলার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন নারায়ন দেবনাথ (Narayan Debnath)। বর্তমানে তিনি ইহজগতে না থাকলেও বাঙালির মনে চিরস্মরণীয় হয়ে থেকে গেছে তাঁর রচিত বেশ কিছু গল্প। কলমের জাদুর ছোঁয়ায় তিনি লিখেছিলেন নন্টে ফন্টে (Nonte-Fonte)। যা আজও অমর হয়ে আছে প্রতিটি বাঙালির মনে। তবে এবার এই দুই জনপ্রিয় চরিত্র বইয়ের পাতা থেকে উঠে সোজা চলে আসছে বড় পর্দায়।
প্রয়াত লেখক নারায়ণ দেবনাথ এর নন্টে ফন্টের গল্প এবার দেখা যাবে বড় পর্দায়। খুব শীঘ্রই বাংলায় তৈরি হতে চলেছে প্রথম ফিচার ফিল্ম। মুখ্য চরিত্রে দেখা যাবে পরাণ বন্দ্যোপাধ্যায়, অম্লান মজুমদার, শুভাশিস মুখোপাধ্যায়, সুমিত সামাদ্দার, লামা, কাঞ্চনা মৈত্র, সোহম বসু রায়চৌধুরী সহ আরও অনেক অভিজ্ঞ অভিনেতা অভিনেত্রীদের।
মাত্র ১২ বছর বয়সেই হিরাগঞ্জ এবং মতিগঞ্জের সমস্ত মানুষকে অতিষ্ঠ করে রেখে দিয়েছিল নন্টে এবং ফন্টে। তাদের তাণ্ডবে মাথায় হাত পড়েছিল এই দুই গ্রামের সাধারণ মানুষের। নিত্যদিন পরিবারের লোকের কাছে আসত কমপ্লেন। এক সময় বাধ্য হয়েই দুই পরিবারের তরফে ঠিক করা হয় হোস্টেলে পাঠিয়ে দেওয়া হবে তাদের।
এখান থেকেই ঘুরে যায় গল্পের মোড়। হাতি স্যারের হোস্টেলে গিয়ে একই কামড়ায় থাকতে শুরু করেন নন্টে ফন্টে। তবে একে অপরকে কিভাবে জব্দ করবে, সেই চিন্তা সব সময় ঘুরপাক খেতে থাকে এই দুই শিশুর মাথায়। আবার মাঝেমধ্যে এক হয়ে নানান রকম কাজ করতে থাকেন তারা। যেমন কাঁকড়া চোরকে পাকড়াও করে ফেলে। আর এতেই মাস্টার মশাই এর প্রিয় ছাত্র হয়ে ওঠেন দুই বালক।
এরপর গল্পে উঠে এসেছে আরও নানান রকম দিক। উঠে এসেছে রয়েল বেঙ্গল টাইগার। জানা যায় এই টাইগার ধরতে গিয়েই দুষ্কৃতীদের খপ্পরে পড়েছিলেন হাতি স্যার। তবে নন্টে ফন্টের বুদ্ধির জোরে প্রাণে বাঁচেন তিনি। এতদিন এই গল্প ছিল বইয়ের পাতায় বন্দি। খুব শীঘ্রই বড়পর্দায় মুক্তি পাবে নারায়ণ দেবনাথের জনপ্রিয় লেখনী নন্টে ফন্টে।