ও সাকি পাকি গানে নেচে মাত করলেন নোরা, মুহূর্তে ভাইরাল ভিডিও

Published On:

বাংলাহান্ট ডেস্ক: মাত্র কিছুদিনের মধ্যেই বলিউডে বেশ জনপ্রিয়তা পেয়ে গিয়েছেন নোরা ফতেহি (nora fatehi)। তাঁর কেরিয়ার শুরু বিজ্ঞাপন দিয়ে। তারপর আইটেম ড্যান্স ‘দিলবর’ গানে তুখোড় নেচে সিনেপ্রেমীদের তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি। এরপর ‘ও সাকি সাকি’ গানেও চোখে পড়েছিল তাঁর অসাধারন নাচের দক্ষতা। নোরা যে নাচে সত্যিই দক্ষ তা জানতে আর বাকি নেই কারওরই।
সম্প্রতি ‘স্ট্রিট ডান্সার থ্রিডি’ ছবিতে ‘গরমি’ গানটি অত্যন্ত জনপ্রিয় হয়েছে নোরার দৌলতে। তাঁর নাচের সাবলীলতা মুগ্ধ করেছে নেটিজেনদের। সোশ‍্যাল মিডিয়াতেও একই রকম জনপ্রিয় নোরা। আর হবে নাই বা কেন! মাঝে মাঝেই নানা ছবি ও ভিডিও তিনি শেয়ার করে নেন তাঁর অনুরাগীদের সঙ্গে। তবে এখন লকডাউনের জেরে বাড়িতেই বন্দি রয়েছেন অভিনেত্রী। আর বাড়ি বসেই পুরোনো নাচের অনুষ্ঠানের ভিডিও ও পুরোনো ফটোশুটের ছবি শেয়ার করছেন তিনি।


এবার ফের একটি নতুন ভিডিও শেয়ার করেছেন নোরা। সেখানে তাঁকে দেখা গিয়েছে জনপ্রিয় ‘ও সাকি সাকি’ গানে নাচতে। নোরার নাচের দক্ষতা নিয়ে নতুন করে আর কিছুই বলার অপেক্ষা রাখে না। ভিডিওটি ইতিমধ‍্যেই ভাইরাল হয়ে গিয়েছে। ২৯ লক্ষ ভিউ হয়ে গিয়েছে এই ভিডিওতে।

https://www.instagram.com/p/CBGSr_BJv3g/?igshid=255zzmaglr30

https://www.instagram.com/p/CA2zh46JlAE/?igshid=1oz4hwvle9scx

https://www.instagram.com/tv/CAu9bV1pEE6/?igshid=15mmoohm5sfj6

বাড়িতে বসে প্রায়ই নিত‍্যনতুন মজার ভিডিও শেয়ার করছেন অভিনেত্রী। টিকটকেও তিনি একই রকম জনপ্রিয়। সেই সব ভিডিও তুমুল ভাইরাল হয় সোশ‍্যাল মিডিয়ায়।

সম্পর্কিত খবর

X