“ফালতু কথা শুনতে চাই না!” তৃণমূল ছাত্রনেতার প্রশ্নে বেফাঁস মন্তব্য করে বিপাকে উদয়ন গুহ

বাংলা হান্ট ডেস্কঃ ফের মেজাজ হারিয়ে বেফাঁস মন্তব্য! কোচবিহার (Coochbehar) পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের (PBU) হোস্টেলের উদ্বোধন করতে এসেছিলেন তৃণমূল (TMC) নেতা তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী ( North Bengal Development Minister) উদয়ন গুহ (Udayan Guha)। সেখানে দলেরই এক ছাত্র নেতার প্রশ্নে হঠাৎই রেগে গিয়ে করে বসলেন বিতর্কিত মন্তব্য।

ছাত্রাবাসের উদ্বোধন করতে এলে এক তৃণমূল ছাত্র নেতা তাঁকে প্রশ্ন করে বলেন, ঘটা করে হোস্টেল উদ্বোধন হচ্ছে কিন্তু কোন কাজ ঠিক মতো হয় নি। ছাত্রের এই প্রশ্নের উত্তরে রীতিমতো রেগে গিয়ে মন্ত্রী বলে ওঠেন, “ফালতু কথা শুনতে চাই না।” প্রকাশ্য অনুষ্ঠানে উন্নয়ন মন্ত্রীর এই মন্তব্যের পরই সমালোচনার ঝড় উঠেছে রাজনৈতিক মহলে।

ঠিক কী ঘটেছিল? এদিন কোচবিহারের পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসের উদ্বোধনী অনুষ্ঠান ছিল। ২২ কোটি ৩২ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত এই ছাত্রাবাসটির উদ্বোধন করতে আসেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। তবে মঞ্চে ওঠার আগে কলেজের ছাত্রপরিষদ সভাপতি তথা তৃণমূলের ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক উত্তম ঘোষ মন্ত্রীকে প্রশ্ন করেন, কাজ এখনও সম্পূর্ণ হয়নি। তাহলে ঘটা করে উদ্বোধন কেন? প্রথমে কোনো উত্তর না দিলেও, পরে বারংবার একই প্রশ্ন তোলায় ঘটে বিপত্তি। হঠাৎই মেজাজ হারিয়ে মন্ত্রী বলে ওঠেন, “ফালতু কথা শুনতে চাই না”। এরপর আবার সেই ছাত্রনেতা কিছু বলতে চাইলে উদয়নবাবু ফের ধমকের সুরে বলেন, “আমি বলেছি, স্টপ ইট”।

udayan guha

তবে মন্ত্রীর ধমকে পিছ-পা হননি ছাত্রনেতা। এই ঘটনায় মন্ত্রী সহ কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন ওই শাসক দলের নেতা। শুধু তাই নয়, হোস্টেলের কাজ সম্পূর্ণ হওয়ার জন্য কলেজ কর্তৃপক্ষকে একসপ্তাহ সময়সীমা বেধে দিয়েছেন তিঁনি। এদিন উত্তম বলেন, ‘আজ হোস্টেলের উদ্বোধন হলেও এখনও কাজ সম্পূর্ণ হয়নি। এক সপ্তাহের মধ্যে যদি ফর্ম বিতরণ না হয়, হোস্টেলে আসবাব কিনে যদি ছাত্রদের থাকার সুব্যবস্থা করা না হয়, তাহলে যারা অনেক টাকা দিয়ে ভাড়ায় থাকছে, তারা নিজেরাই হোস্টেলে ঢুকে যাবে। এক সপ্তাহের মধ্যেই হোস্টেলে থাকার ব্যবস্থা করতে হবে।’ পাশাপাশি উত্তম আরও বলেন, মন্ত্রী অনেক ভালো কাজ করছেন ঠিকই কিন্তু, হোস্টেলের কাজ এখনও অনেকটা বাকি। জলের লাইন হয়নি। এখনই বাসের উপযুক্ত নয়। সেই পরিস্থিতিতে কী করে তা উদ্বোধন করছেন মন্ত্রী! সেই প্রশ্নই ছুঁড়ে দেন ছাত্রনেতা।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর