পকেট ফ্রেন্ডলি পাহাড়ি ট্যুর! এবার পুজোয় ঘুরে আসুন উত্তরবঙ্গের এই ৪টি অফবিট জায়গা থেকে

Published on:

Published on:

North Bengal escape the hustle and bustle visit these four budget-friendly offbeat destinations

বাংলা হান্ট ডেস্ক: হাতেগোনা আর কয়েকটা দিন। এরপরই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। দুর্গাপুজোর কেনাকাটি ইতিমধ্যে অনেকেই শুরু করে দিয়েছেন। আবার অনেকে ঘুরতে যাওয়ার প্ল্যান করে ফেলেছেন। কিন্তু আপনি যদি এখনো পর্যন্ত কোথায় ঘুরতে যাবেন তা ভেবে উঠতে না পারেন। তাহলে আজকের প্রতিবেদনটি আপনার জন্য। আজ রইল কম খরচে উত্তরবঙ্গের (North Bengal) কিছু অফবিট জায়গার কথা।

কোলাহল থেকে মুক্তি পেতে ঘুরে আসুন বাজেট ফ্রেন্ডলি এই চারটি অফবিট ডেস্টিনেশনে (North Bengal)

কোলবং: দার্জিলিংয়ের (Darjeeling) অন্যতম অফ বিউটি জায়গা কোলবং। এখানে গেলে আপনি দেখতে পাবেন অসংখ্য চা বাগান। পাশাপাশি এখানে গেলে কাঞ্চনজঙ্ঘা যেন হাতছানি দেয়। শিলিগুড়ি থেকে এই গ্ৰামটি ১২০ কিলোমিটার দূরে অবস্থিত। এখানে যেতে হলে আপনাকে শিলিগুড়ি (Siliguri) বা এনজিপি থেকে প্রাইভেট কারি বুক করে যেতে হবে। পাশাপাশি এখানে থাকতে হলে আগের থেকে বুকিং করে আসা ভালো।

North Bengal escape the hustle and bustle visit these four budget-friendly offbeat destinations

আরও পড়ুন: বাজার থেকে নয়, বানিয়ে ফেলুন টেস্টি এই স্ন্যাকসটি, রইল দারুণ এক রেসিপি

বারমেক: কালিম্পং (Kalimpong) একটি ছোট্ট গ্রাম বারমেক। যেখান থেকে কাঞ্চনজঙ্ঘার সাধ মিটবে আপনার। আপনি ঘরে বসে ঠান্ডা বাতাসের হাওয়া উপভোগ করতে পারবেন। এখানে যেতে গেলে এনজিপি (NGP) স্টেশন থেকে প্রাইভেট গাড়ি বুক করে যেতে পারেন। অথবা বাগডোগরা এয়ারপোর্টে নেমে সেখান থেকে গাড়ি ভাড়া করে যেতে পারেন বারমেক।

দারাগাঁও: কালিম্পংয়ের অন্যতম অফ বিট জায়গা দারাগাঁও। রামধুলার পরেই পরে এই জায়গাটি। এখানে চারিদিক টি সবুজ পাহাড়ে ঘেরা। পাশাপাশি এখানে থেকে দেখা যায় দার্জিলিং কালিম্পং ও সিকিমের পাহাড়গুলি। এখানে আসলে আপনি কম করে দু তিন দিন। নিমেষে কাটিয়ে ফেলতে পারবেন।

গুরদুম: মানেভঞ্জন থেকে ৫ কিলোমিটার দূরে অবস্থিত এই ছোট্ট গ্রামটি। শিলিগুড়ি থেকে সুখিয়া পোখরি হয়ে মানভঞ্জন চলে যান। সেখান থেকে গাড়ি করে পৌঁছে যান গুরদুম। অপূর্ব সুন্দর এই জায়গাটি। এখান থেকে আপনি টুমলিং, টোংলু, ধোত্রর মতো জায়গায় যেতে পারবেন।