শীঘ্রই গরম থেকে রেহাই! কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস: আবহাওয়ার খবর

বাংলা হান্ট ডেস্ক: রেমালের প্রভাব কাটতেই হুড়মুড়িয়ে গরম বাড়ছে দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। সকালে থেকেই বাড়ছে তাপমাত্রা। অধিকাংশ জায়গায় আকাশ মেঘলা থাকলেও বজায় রয়েছে ভ্যাপসা গরম, আদ্রতাজনিত অস্বস্তি। হাওয়া অফিস (Weather Department) সূত্রে খবর, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আরও ৩-৫ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে তাপমাত্রা। তবে এরই মাঝে বৃষ্টির সম্ভাবনার কথাও জানাল আবহাওয়া দপ্তর।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, জুনের শুরুতেই ফের দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বড়সড় বদল আসতে চলেছে। রয়েছে টানা ঝড়-বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে বৃহস্পতিবারও হালকা বৃষ্টিপাত হতে পারে কলকাতায়। হাওয়া অফিস জানিয়েছে আগামী ১ জুন ভোটের দিন কলকাতা, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনায় সহ রাজ্যের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি সম্ভাবনা রয়েছে।

আগামী, ১ জুন থেকে ৪ জুন পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি থাকবে দমকা হাওয়ার দাপট। কোথাও কোথাও ৩০-৪০ কিমি বেগে ঝোড়া হাওয়া বইতে পারে। এর মধ্যে ভোটের দিন কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিম ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়ায় অধিক বৃষ্টিপাতের সম্ভাবনা।

রেমালের জেরে বর্ষার আগমন পিছিয়ে যেতে পারে এমন আশঙ্কার কথা শোনা যাচ্ছিল। তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে, নির্ধারিত সময়েই বর্ষা আসবে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কেরলে মৌসুমী বায়ু প্রবেশের অনুকূল পরিবেশ রয়েছে। এর মধ্যে কেরলে মৌসুমী বায়ু প্রবেশ করলে আগামী ১০ জুনের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করার সম্ভাবনা রয়েছে।

South Bengal weather cyclone Remal landfall on Sunday Kolkata North Bengal West Bengal weather update

আরও পড়ুন: রেশন মামলাই প্রথম নয়! এর আগেও দুর্নীতিতে নাম জড়িয়েছিল ঋতুপর্ণার, জানলে অবাক হবেন

ওদিকে ঝড়-বৃষ্টির তোলপাড় চলছে উত্তরবঙ্গে। আজও উত্তরের জেলা গুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাঁচ জেলাতেও কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এই পাঁচ জেলায়। এর মধ্যে আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় ৫০ কিলোমিটার দমকা ঝোড়ো হাওয়া বইবে। বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টি চলবে সপ্তাহ জুড়েই।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর