বাংলা হান্ট ডেস্ক: পুজোর (Durga Puja 2024) মধ্যে পিছু ছাড়ছে না বৃষ্টি। যদিও টানা ভারী বৃষ্টি সেভাবে কোথাও হয়নি। আগেই আবহাওয়া দপ্তর (Weather Department) জানিয়েছিল, পুজোয় ভারী বর্ষণ না হলেও হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। তেমনটাই হচ্ছে। পঞ্চমী থেকে শুরু করে প্রায় রোজই ভিজেছে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) কোনো না কোনো জেলা। আজ শনিবার পঞ্জিকা অনুসারে, বিজয়া দশমী। এদিনও কি বৃষ্টি হবে? প্ল্যান করার আগে দেখে রাখুন আবহাওয়া দপ্তরের আপডেট।
আবহাওয়া দপ্তর সূত্রের খবর, শনিবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস
রয়েছে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের হুগলি , উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতে। এদিকে দুই মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এছাড়াও দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে কোথাও কোথাও সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দপ্তর জানাচ্ছে, লক্ষ্মীপুজোর আগে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। আজ ও আগামীকাল আকাশ মোটামুটি পরিষ্কারই থাকবে। কিছু কিছু জায়গায় অংশত মেঘলা থাকতে পারে আকাশ। ভারী বৃষ্টির সম্ভাবনা কোথাও নেই। খুব স্বল্প সময়ের জন্য বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কিছু জেলায়।
আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও। বিকেল বা সন্ধের দিকে দু-এক পশলা হালকা বৃষ্টির পূর্বাভাস। ভারী বৃষ্টি হবে না। আগামীকালও একই রকম থাকবে আবহাওয়া। রবিবার থেকে আবহাওয়ার উন্নতি হতে শুরু করবে। বৃষ্টি আরও কমবে। শনিবার আংশিক মেঘলা থাকতে পারে কলকাতা সহ সংলগ্ন এলাকার আকাশ। মঙ্গলবার ফের হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহরে।
আরও পড়ুন: পুজো কার্নিভালে কোনো ‘ডিস্টার্ব’ নয়! এবার বড় নির্দেশ কলকাতা হাই কোর্টের, যা বললেন বিচারপতি…
শনিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও। উত্তরের দার্জিলিং এবং কালিম্পঙে বৃষ্টি হবে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারেও বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিকে কোথাও কোথাও হালকা বৃষ্টি হলেও হতে পারে।