বড়দিন ঘিরে উত্তরবঙ্গগামী ট্রেনে টিকিটের হাহাকার, যাত্রীদের ভোগান্তি চরমে

Published on:

Published on:

North Bengal Train train ticket crisis seats not available on christmas

বাংলা হান্ট ডেস্ক: দুর্গাপুজোর সময় বহু মানুষই ঘুরতে উত্তরবঙ্গ গিয়েছেন। আর সামনেই আছে বড়দিন। সেই সময়ও ঘুরতে অনেকেই যান। তাই দূরপাল্লার ট্রেনের বুকিং এর উইন্ডো খোলার কিছুক্ষণের মধ্যেই হাওড়া শিয়ালদা ডিভিশনের থেকে উত্তরবঙ্গগামী যাওয়ার সব কটি ট্রেনের টিকিটই বাড়ন্ত (North Bengal Train)। এর ফলে হিমালয় হোক কিংবা ডুয়ার্সের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করায় আতঙ্কের সৃষ্টি হয়েছে মানুষের কাছে।

উত্তরবঙ্গে ট্রেন টিকিটে সঙ্কট, বড়দিনে মিলছে না আসন (North Bengal Train)

আপনি যদি প্ল্যান করে থাকেন এই বড়দিনের ছুটির সময় হিমালয়ের কোলে কনকনে শীত উপভোগ করবেন। তাদের জন্য রয়েছে দুঃসংবাদ। কারণ এদের মধ্যে অনেকের এখনো পর্যন্ত কনফার্মড হয়নি টিকিট।বুকিং উইন্ডো খোলার পরই টিকিট শেষ হয়ে যাওয়ায় আনন্দিত পর্যটকরা (North Bengal Train)।

North Bengal Train train ticket crisis seats not available on christmas

আরও পড়ুন: ঘুম থেকে উঠে এই পানীয় পান করুন, সারাদিন থাকবেন সতেজ ও শক্তিতে ভরপুর

এছাড়াও এমন অনেক সময় দেখা যাচ্ছে বিকেলের দিকে টিকিট কাটতে গেলে ওয়েটিং লিস্টে ১৬০ থেকে ১৭০ জনের পিছনে থাকতে হচ্ছে। তবে দার্জিলিং মেল ও পদাতিক এক্সপ্রেস এর মত উত্তরবঙ্গগামী যাওয়ার এই জনপ্রিয় ট্রেনগুলোর পরিস্থিতি যে এমন হবে এবং যেখানে অনলাইনে টিকিট কাটা ছাড়া আর কোন উপায় নেই। তবে সেখানে ওয়েটিং লিস্টে ৩৯৯ এর সংখ্যা পৌঁছে গেলে ভারতীয় রেলের কম্পিউটার রিজার্ভেশন সিস্টেম আর টিকেট কাটতে দেয় না। সেই সময় রিগ্রেট লেখা দেখিয়ে দেয়। এমনটাই দার্জিলিং মেল ও পদাতিক এক্সপ্রেস এর ক্ষেত্র ঘটেছে।

পাশাপাশি বড়দিনের ছুটিতে হিমালয়ের কোলে শীত উপভোগ করতে চাইছেন অনেকেই। আর এমন পরিকল্পনা যারা করেছিলেন তাদের মধ্যে অনেকে টিকিট না পাওয়ায় হতাশ হয়েছেন। পাশাপাশি booking window খোলার পরে টিকিট শেষ হয়ে যাওয়ায় আনন্দিত হয়েছেন বহু পর্যটক থেকে ব্যবসায়ীরা। আর এই বিষয়ে হসপিটালিটি এন্ড টুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্ক এর পক্ষ থেকে সম্রাট সান্যাল জানান, কয়েক দিন আগেই যে ভয়াবহ বিপর্যয় হয়েছিল তাতে আমরা আশঙ্কা করছিলাম এবারে হয়তো শীতে পর্যটকের সংখ্যা খুব কম থাকবে। তবে যারা ঘুরতে ভালবাসেন তারা উত্তরবঙ্গকে এড়িয়ে গেলেন না। এর জন্য পর্যটকদের কাছে তারা কৃতজ্ঞ।

এর পাশাপাশি ট্রেনের বুকিং উইন্ডো খোলার সঙ্গে সঙ্গে যে সমস্ত টিকিট গুলো বিক্রি হয়ে যাচ্ছে এর ফলে উৎফুল্ল রাজ্য ইকো ট্যুরিজম বোর্ডের রাজ বসু। এই বিষয়ে তিনি জানান ১ সপ্তাহ আগে কোন বুকিং হয়নি। তবে হঠাৎ করে যেন বুকিং এর ঝড় উঠলো। গত ৩ দিনে বিপুল পরিমাণে বুকিং এসেছে (North Bengal Train)।