বাংলা হান্ট ডেস্ক: শীতকাল পড়লে পড়ে কোথাও না কোথাও মানুষ ঘুরতে যায়। আর ঘুরতে যাওয়ার হলে সবার আগে মাথায় আসবে উত্তরবঙ্গের কথা। কারণ উত্তরবঙ্গে (North Bengal) গেলে একদিকে আপনি যেমন পাহাড় দেখতে পাবেন, তেমনি পাবেন প্রাকৃতিক পরিবেশ। আর আপনি যদি এবারে শীতে উত্তরবঙ্গ যাওয়ার কথা ভেবে থাকেন, তাহলে যেতে পারেন উত্তরবঙ্গের স্বল্প পরিচিতি এই অফপিট গ্রামে। যার নাম তুরুক।
শীতের ছুটিতে পরিবারকে নিয়ে ঘুরে আসুন পাহাড়ি গ্রাম তুরুক থেকে (North Bengal)
উত্তরবঙ্গ (North Bengal) তো আপনি বহুবার গিয়েছেন। এবারও যদি শীতে উত্তরবঙ্গ যাওয়ার পরিকল্পনা করে থাকেন, তাহলে যেতে পারেন পাহাড়ি এই স্বল্প পরিচিত গ্রাম থেকে। যেখানে গেলে একদিকে যেমন কাঞ্চনজঙ্ঘা কে দেখতে পাবেন। অপরদিকে দেখতে পাবেন অজস্র কমলালেবুর বাগান।

আরও পড়ুন: Jio-Airtelকে টেক্কা দিতে মাঠে BSNL, ৫০ দিনে ১০০GB ডেটার ধামাকাদার প্ল্যান
এই জায়গাটার নাম তুরুক। ধুপীর জঙ্গল ঘেরা পাকদণ্ডী পথ ধরে হেঁটে আপনি এই গ্রামটি ঘুরে দেখতে পারেন। এছাড়াও এখানে গেলে আপনি দেখতে পাবেন নানান রকমের ফুলের গাছ। পাশাপাশি এখানে ঘুরতে আসলে অবশ্যই যাবেন লেপচা ফলস, চার্চ। সময় পেলে কিছু ক্ষণ কাটিয়ে আসতে পারেন রিয়াং নদীর ধার থেকে। ইচ্ছে হলে ছোটখাট একটা ট্রেক করে ফেলাই যায় তুরুক থেকে।
পাশাপাশি এর কাছেই মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। সবুজেঘেরা পথ আর পাখিদের কিচিরমিচির শুনতে শুনতে পৌঁছে যেতে পারেন বাগোরা কিংবা চিমনিতে। তুরুক থেকে বাগোরার দূরত্ব মাত্র ১০ কিলোমিটার। সেখান থেকে চিমনি আরও ৩ কিলোমিটারের পথ। আপনি এখানে অনায়াসে ২-৩ দিন কাটিয়ে উঠতে পারবেন শহরের কোলাহল ভুলে।
কীভাবে যাবেন ও কোথায় থাকবেন?
কলকাতা থেকে বাসবার ট্রেনে করে পৌঁছিয়ে যান নিউ জলপাইগুড়ি। সেখান থেকে গাড়ি ভাড়া করে চলে যান মংপু, সিটিং ছাড়িয়ে তুরুকে। সময় লাগবে তিন ঘন্টার মতন। পাশাপাশি আপনি আকাশ পথেও আসতে পারেন। তাহলে আপনাকে বাগডোগরা নেমে গাড়ি করে চলে যেতে হবে এখানে। আর এখানে হোমস্টে রয়েছে বেশ কয়েকটি। খাওয়া দাওয়া নিয়ে মাথাপিছু প্রতিদিন ১৩০০-১৫০০ টাকা খরচ হবে (North Bengal)।












