বাংলা হান্ট ডেস্ক: বর্তমানে শেষ ইনিংস চলেছে। আর এই শেষ কিছুদিন রাজ্যে জাঁকিয়ে বসেছে বর্ষা। দফায় দফায় বৃষ্টি, তোলপাড় উত্তর থেকে দক্ষিণ। একদিকে বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের জেরে গত কিছুদিন ধরে রাজ্যের একাধিক জেলায় বৃষ্টি চলছে। যদিও আজ থেকে বদল আসবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বুধ ও বৃহস্পতিবার এই দুদিন বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে।
আজ সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায়। আশেপাশের এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। যদিও আজ থেকেই কলকাতায় বৃষ্টির পরিমাণ কমবে বলে পূর্বাভাস। আজ বাড়বে তাপমাত্রা। বহাল থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, ২৯ সেপ্টেম্বর, শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফের বাড়বে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি।
হাওয়া অফিস জানাচ্ছে, উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের উপর আবার একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। এর জেরে অধিক আর্দ্রতার চাপে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফের দাপিয়ে বৃষ্টি হবে।
আরও পড়ুন: পুজোর আগে ফের একটানা দুদিন বন্ধ থাকতে পারে শিক্ষা প্রতিষ্ঠান ও অফিস? কী কারণে এই ছুটি?
যদিও আজ থেকে গোটা রাজ্যে বৃষ্টি কমার সম্ভাবনা। এমনটাই পূর্বাভাস হাওয়া অফিসের। আগামী ২৯ সেপ্টেম্বর পর্যন্ত তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গে। ২ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা। মঙ্গলবার দক্ষিণবঙ্গের জেলা গুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা। সপ্তাহের শেষে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফের আবহাওয়ার বিরাট বদল আসতে পারে। নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে ঝড়-বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে।
আজও পার্বত্য এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। আজ অধিক বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে। আজ সামান্য বাড়বে তাপমাত্রা। যদিও উত্তরের সব জেলাতেই বৃষ্টিও সম্ভাবনা রয়েছে।