স্কুলের বাচ্চাদের জন্য আজব ফরমান স্বৈরাচারী কিম জং-উন এর! না পালন করলে কঠোর শাস্তির নিদান

বাংলা হান্ট ডেস্কঃ উত্তর কোরিয়ার (North Korea) স্বৈরাচারী শাসক কিম জং উন (Kim Jong-un) নিজের দেশের নাগরিকদের জন্য এক আজব ফরমান জারি করলেন। স্বৈরাচারী শাসক কিমের নতুন এই ফরমান প্রি স্কুল আর প্লে স্কুলের বাচ্চাদের জন্য জারি করা হয়েছে। এই ফরমানে বলা হয়েছে যে, রোজ ৯০ মিনিট পর্যন্ত স্কুলের বাচ্চদের কিম জং উন কে নিয়ে পড়াশোনা করতে হবে। বাচ্চাদের জন্য কিমের যেই অধ্যায় তৈরি করা হয়েছে, সেখানে কিম এর গুণগান করা হয়েছে।

kim jong un 1

প্লে স্কুলে পড়াশোনা করা বাচ্চাদের জারি নতুন আদেশে বলা হয়েছে যে, ছাত্রদের রোজ কমপক্ষে ৯০ মিনিট করে কিম জং উন এর বিষয়ে পড়তে হবে। না পালন করলে কঠোর শাস্তির নিদান। এর আগে এই সময়সীমা ৩০ মিনিট ছিল, যেটি বাড়িয়ে এবার ৯০ মিনিট করা হয়েছে। এই ফরমান স্বৈরাচারী কিম এর বোন গত মাসে জারি করেছিল। কিম জং এর গুণগানে লেখা সেই পাঠ্যক্রমে বলা হয়েছে যে, পাঁচ বছর বয়সে কিম নৌকা চালাত। সে ছোটবেলা থেকে তিরন্দাজ হতে চাইত। এছাড়াও কিম পড়াশোনায় খুবই ভালো ছিল।

সিওলের লোকাল সংবাদপত্রের রিপোর্টে বলা হয়েছে যে, ‘কিমের নতুন ফরমান গ্রেটনেস এডুকেশনের রুপে পাঠ্যক্রমে ২৫ আগস্ট যুক্ত করা হয়েছে। এর প্রধান উদ্দেশ্য হল, উত্তর কোরিয়ার শাসকের প্রতি বাচ্চাদের মনে সম্পূর্ণ নিষ্ঠা এবং বিশ্বাস তৈরি করা।”

উত্তর কোরিয়ায় প্রি স্কুল গুলোতে সকাল ৯ টা থেকে ১২ টা পর্যন্ত তিনঘণ্টা ক্লাস নেওয়া হয়। সেখানে বাচ্চাদের শারীরিক শিক্ষা, খেলাধুলো আর কোরিয়ান বর্ণমালা শেখানো হয়। যদিও, শিক্ষকদের এখন সবথেকে বড় চিন্তা হল এই তিন ঘণ্টার সময়সীমার মধ্যে কিম জং উনকে মহান বানানোর জন্য কীভাবে তাঁরা ৯০ মিনিট বের করবে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর