চলন্ত ট্রেনের দরজায় বিপজ্জনক ভাবে বসে সোনু! ‘মসিহা’কে ধুয়ে দিল ভারতীয় রেলওয়ে

Published On:

বাংলাহান্ট ডেস্ক: সিনেমার নায়ক থেকে বাস্তবের নায়ক হয়ে উঠেছিলেন সোনু সূদ (Sonu Sood)। করোনা মহামারির সময়ে সমাজের বঞ্চিত শ্রেণির জন্য রাস্তায় নেমেছিলেন তিনি। লকডাউনের সময়ে পরিযায়ী শ্রমিকদের নিজেদের রাজ্যে, নিজেদের দেশে ফিরে যেতে সাহায্য করেছিলেন সোনু। লকডাউন উঠে গিয়েছে, করোনাও অনেকটা নিয়ন্ত্রণে। কিন্তু এখনো কেউ সাহায্যের আবেদন করলেই এগিয়ে আসেন সোনু।

তবে বিপদেও কম পড়েননি সোনু। বছর কয়েক আগে একবার আয়কর দফতর হানা দিয়েছিল তাঁর অফিসে। এবার ফের সমালোচনার মুখে পড়লেন অভিনেতা। চলন্ত ট্রেনের দরজার সামনে সিঁড়িতে বসে যেতে দেখা গিয়েছে তাঁকে। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই রেগে আগুন নেটিজেনরা। এমনকি নর্দার্ন রেলওয়ের তরফে কটাক্ষও করা হয়েছে সোনুকে।

ভিডিওটি সোনুই শেয়ার করেছিলেন গত বছরের ডিসেম্বরে। ভিডিওতে দেখা গিয়েছিল, একটি চলন্ত ট্রেনের দরজার একেবারে ধারে বসে রয়েছেন তিনি। বিপজ্জনক ভাবে দরজার সামনে তাঁকে বসে থাকতে দেখা গিয়েছিল সোনুকে। সেই ভিডিও এতদিন পর ভাইরাল হতেই বিপদে অভিনেতা।

নর্দার্ন রেলওয়ের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে সোনুকে তীব্র কটাক্ষ করে লেখা হয়েছে, ‘সোনু সূদ আপনি এই দেশ এবং গোটা বিশ্বের লক্ষ লক্ষ মানুষের রোল মডেল। ট্রেনের সিঁড়িতে বসে সফর করা বিপজ্জনক আর এই ধরণের ভিডিও আপনার অনুরাগীদের কাছে ভুল বার্তা পাঠাতে পারে। এমনটা দয়া করে করবেন না! সাবধানে সুরক্ষিত ভাবে সফর করুন।’

এই বিষয়টা নিয়ে আগে থেকেই বিতর্ক চলছিল। মুম্বই রেলওয়ে পুলিস কমিশনারেটের তরফেও সাবধান করা হয়েছিল সোনুকে। এই ধরণের স্টান্ট শুধু সিনেমাতেই হয়, বাস্তব জীবনে এমনটা করা অত্যন্ত বিপজ্জনক। সোনু যেন এমন কাজ না করেন, স্পষ্ট জানানো হয়েছিল অভিনেতাকে।

সম্পর্কিত খবর

X