অবসরের ২৪ ঘন্টা পর ধোনিকে শুভেচ্ছা জানিয়ে নস্টালজিক যুবরাজ

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ স্বাধীনতা দিবসের দিন সন্ধ্যায় হঠাৎ করে সবাইকে অবাক করে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে চিরতরে বিদায় জানিয়েছেন প্রাপ্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ধোনির অবসর গ্রহনের পর সোশ্যাল মিডিয়া জুড়ে কার্যত আলোড়ন পড়ে যায়, কোটি কোটি ধোনি ভক্ত সহ ধোনির সতীর্থরা সকলে ধোনির এই সিদ্ধান্তে অবাক হয়ে যায়।

শচীন-সৌরভ থেকে শুরু করে বিরাট, রোহিত সকলেই ধোনির অবসর পরবর্তী জীবনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। কিন্তু চুপ ছিলেন ধোনির প্রাক্তন সতীর্থ যুবরাজ সিং। অবশেষে তিনিও নীরবতা ভাঙলেন ধোনির অবসর গ্রহণের 24 ঘন্টা পর।

ভারতীয় দলের জার্সি গায়ে কাটানো ধোনি এবং যুবরাজের স্মরণীয় মুহূর্ত গুলি একের পর এক সাজিয়ে 58 সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করলেন যুবরাজ সিং। সঙ্গে লিখেছেন, “অনবদ্য ক্যারিয়ারের জন্য অভিনন্দন। এক সঙ্গে দেশের হয়ে 2007 এবং 2011 বিশ্বকাপ জিতেছি, সেই মুহূর্তগুলি অসাধারণ। মাঠে আমরা একসাথে অনেক পার্টনারশিপ করেছি, ভবিষ্যত জীবনের জন্য অনেক শুভকামনা রইল।”

X