স্বামী নয়, পরিচালক করণ জোহার আদতে একজন স্ত্রী! বিস্ফোরক নেটদুনিয়া

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ বেশ কিছুদিন পর আবারও সংবাদ শিরোনামে উঠে এলেন পরিচালক করণ জোহারের (karan johar)। বলি অভিনেতা সুশান্ত সিং রাজপুতের (sushant singh rajput) মৃত্যুর পর থেকেই বহুবার সংবাদ শিরোনামে উঠে এসেছিল করণ জোহারের নাম। সুনামের থেকে এইকদিনে এই বলি পরিচালকের দুর্নামে ছেয়ে গিয়েছিল প্রায় সিংহভাগ সংবাদই।

কোন কিছুতেই কর্ণপাত না করে নিজের মত কাজ শুরু করেছেন এই পরিচালক। আবারও আগের মতনই নিজের মেজাজে দাপিয়ে বেড়াচ্ছেন সিলভার স্ক্রীনে। কিন্তু এরই মধ্যে আবার এক বিস্ফোরক ট্রোলের শিকার হতে হল পরিচালককে। পুরুষ নন, তিনি নাকি একজন নারী! বর্তমানে নেটিজনদের এরকম সাঙ্ঘাতিক ট্রোলের মুখে পড়তে হচ্ছে পরিচালক করণ জোহারকে।

বিষয়টা এবার খোলসা করে বলি। আসলে, সম্প্রতি ‘ফ্যাবিউলাস লাইফ অফ বলিউড ওয়াইভস’ নামে নেটফ্লিক্সে একটি রিয়েলিটি শো শুরু হয়েছে। এই অনুষ্ঠানে বলি অভিনেতাদের ঘরণীদের জীবন যাত্রা তুলে ধরা হচ্ছে। তবে সূত্র মারফত জানা গিয়েছে, এই রিয়েলিটি শোতে কিছুদিনের মধ্যেই দেখা যাবে পরিচালক করণ জোহারের জীবনযাত্রা।

বলি অভিনেতাদের বউদের অনুষ্ঠানে করণ জোহারের আগমনের বিষয় ভাইরাল হতেই, স্যোশাল মিডিয়ায় আবারও বলি পরিচালককে নিয়ে ট্রোল শুরু হয়েছে। কিন্তু এই বিষয়ে চটে না গিয়ে উল্টে এই পুরো বিষয়টাকে মজার ছলেই গা থেকে ঝেড়ে ফেললেন পরিচালক।

https://twitter.com/karanjohar/status/1333107858091569152

নেটনাগরিকদের মধ্যে একজন আবার ট্রোল করে লিখেছিলেন, আমাদের সকলেরই এই বিষয়টা স্বীকার করা উচিত, যে আমাদের সকলের প্রিয় পরিচালক করণ জোহার আদতে বলি অভিনেতাদের স্ত্রী!’

X