বাংলাহান্ট ডেস্কঃ মারণ ভাইরাস করোনা (corona virus) থাবা বসায়নি এমন কোনও দেশ আমাদের জানা নেই। গোটা বিশ্বে হু হু করে ছড়িচ্ছে তার সংক্রমণ। প্রতিদিন দেশের কোনায়-কোনায় হাজার মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন।
দিনে দিনে বেড়ে উঠছে মৃত্যু সংখ্যাও। করোনার সংক্রমণের নিরিখে ভারত (india) এখন বিশ্বের মধ্যে তৃতীয় স্থানে পৌঁছে গিয়েছে।
জানা গিয়েছে, পুরো দেশে করোনার সংক্রমণ ১০ লক্ষের গণ্ডি পেরিয়েছে। তবে দেশের সব প্রান্ত সংক্রমণ বেড়ে চললেও লাক্ষাদ্বীপে (Lakshadweep) এখনও পর্যন্ত একজন করোনা রোগীরও সন্ধান মেলেনি। কঠোর নিয়মানুবর্তিতা ভারতের এই কেন্দ্রশাসিত অঞ্চলকে এখনও পর্যন্ত করোনামুক্ত রেখেছে।
দেশে করোনায় মৃত বেড়ে ২৫ হাজার ৬০২। দেশের প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে থাবা বসিয়েছে করোনা। তবে আরব সাগরের পাড়ে অবস্থিত ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপে এখনও কেউ করোনায় সংক্রমিত হননি।
দেশের অন্য রাজ্যগুলির অনেক আগে করোনা নিয়ে পদক্ষেপ করা শুরু করে লাক্ষাদীপ। অনেক আগেই লাক্ষাদ্বীপ যাতায়াতে কড়া নিষেধাজ্ঞা জারি করেছিল সেখানকার প্রশাসন। বাইরে থেকে কাউকে লাক্ষাদীপে ঢুকতে দেওয়া হয়নি।
এছাড়াও অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনও প্রয়োজন ছাড়া লাক্ষাদীপ থেকে কাউকে বাইরে বেরোতেও দেওয়া হয়নি। করোনার সংক্রমণ রুখতে চূড়ান্ত এই সতর্কতামূলক পদক্ষেপ লাক্ষাদীপকে এখনও পর্যন্ত করোনামুক্ত রাখতে পেরেছে বলে জানা গিয়েছে।