একই দিনে সমস্ত জন-ধন একাউন্টে টাকা নয়, জানাল কেন্দ্র

বাংলাহান্ট ডেস্কঃ দেশের মানুষকে করোনার কারনে হওয়া অর্থনৈতিক সমস্যা কাটিয়ে উঠতে জন-ধন প্রকল্পে যাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে তাঁদের তিন মাস ৫০০ টাকা করে দেওয়ার ঘোষনা করেছিল কেন্দ্রীয় অর্থমন্ত্রক। এপ্রিল, মে, জুন এই তিন মাস টাকা দেওয়া হবে বলে জানানো হয়েছিল সরকারের তরফে। গত ৩ এপ্রিল থেকে শুরু হয়েছে এই টাকা দেওয়া। জানানো হয়েছে একই দিনে ঢুকবে না সমস্ত ব্যাংক একাউন্টে টাকা।

nirmala sitharaman22 1559291430

লকডাউন শুরুর সময় দরিদ্র মানুষের জন্য ১ লক্ষ ৭০ হাজার কোটি টাকা বরাদ্দ করে কেন্দ্র। দেশে জন-ধন প্রকল্পের আওতায় অ্যাকাউন্টের মালিক ২০ কোটি মহিলা পাবেন মাসে ৫০০ টাকা। জানিয়েছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সিতারমন।
ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশন (আইবিএ) এর তরফ থেকে জানা যাচ্ছে, ৩ এপ্রিল থেকে ৯ এপ্রিল এই সাত দিনে ধাপে ধাপে জন-ধন প্রকল্পের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন ঐ গ্রাহিকারা। এক দিনে সব একাউন্টে টাকা না পাঠানোর কারন হিসাবে জানা যাচ্ছে,সব অ্যাকাউন্টে টাকা জমা পড়লে তা তুলতে হুড়োহুড়ি লেগে যেতে পারে। তাতে ছড়িয়ে পড়তে পারে সংক্রমন।

জানা যাচ্ছে, যে সব গ্রাহিকার অ্যাকাউন্টের শেষ সংখ্যা ০ বা ১ তাঁদের টাকা জমা হবে ৩ এপ্রিল। শেষ সংখ্যা ২ বা ৩ হলে টাকা পাওয়া যাবে ৪ এপ্রিল। শেষ সংখ্যা ৪ ও ৫ হলে টাকা জমা পড়বে ৭ এপ্রিল।

৬ ও ৭ হলে ৮ এপ্রিল এবং যে সব অ্যাকাউন্টের শেষ সংখ্যা ৮ ও ৯ তারা টাকা পাবেন ৯ এপ্রিল। সরকারের তরফ থেকে টাকা তোলার জন্য জমায়েত করতে বারন করা হয়েছে। যে কোনো ব্যাংকের এটিএম থেকে যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড দিয়ে যত ইচ্ছে টাকা তোলা যাবে। দিতে হবে না কোনো অতিরিক্ত টাকা।

 

সম্পর্কিত খবর