বন্ধ সব সিরিয়ালের শুটিং, আর বেশিদিন দেখা যাবে না নতুন এপিসোড!

বাংলাহান্ট ডেস্ক: এক সপ্তাহ হল রাজ‍্য জুড়ে শুরু হয়েছে কার্যত লকডাউন (lockdown)। ঝাঁপ ফেলেছে টালিগঞ্জের স্টুডিওগুলি। গতবারের লকডাউনের স্মৃতিই যেন ফিরে এসেছে আবার। এখনো পর্যন্ত প্রিয় ধারাবাহিকগুলির (serial) তাজা এপিসোড দেখতে পাচ্ছেন দর্শকরা। তবে সেটা সেই সুখ আর কতদিন মিলবে তা নিয়েই সন্দিহান দর্শকরা।

আগামী ৩০ শে মে পর্যন্ত কার্যত লকডাউন চলবে রাজ‍্যে। কিন্তু তারপর? আগামী মাসে পরিস্থিতি বদলাবে নাকি লকডাউনের মেয়াদ বাড়ানো হবে তা এখনো জানানো হয়নি সরকারের তরফে। তবে স্বস্তির বিষয়, এমন লকডাউনের পরিস্থিতি আবার আসতে পারে ভেবে আগে থেকেই অতিরিক্ত কিছু এপিসোডের শুটিং সেরে রেখেছিল সিরিয়ালগুলির নির্মাতারা। চ‍্যানেল কর্তৃপক্ষের নির্দেশ ছিল আগামী সাত দশ দিনের জন‍্য এপিসোডের ব‍্যাঙ্কিং করে রাখতে।

Mithai 1
গত কয়েক সপ্তাহ ধরে বাংলা সেরা মিঠাই। উচ্ছেবাবু মিঠাইয়ের নতুন নতুন প্রেমের আভাস মিলতেই বন্ধ হয়ে যাবে শুটিং! দর্শকদের আশ্বাস দিয়ে মিঠাই ওরফে সৌমিতৃষা আগেই জানিয়ে দিয়েছেন তাঁদের আগামী আট দশ দিনের ব‍্যাঙ্কিং করা আছে। তাই চিন্তা নেই।

অপরাজিতা অপুরও নতুন এপিসোড দেখা যাবে আগামী তিন চার দিন। অন‍্যদিকে লকডাউন ঘোষনা হওয়ার দিন তিনেক আগে করোনা মুক্ত হয়ে শুটিংয়ে ফেরেন দিতিপ্রিয়া রায়। শুটিংয়ে ফিরেই তড়িঘড়ি বেশ কিছুটা কাজ এগিয়ে রেখেছিলেন তিনি। তাই এখনো আগামী কিছুদিনের জন‍্য নিশ্চিন্ত থাকতে পারেন দর্শকরা।

IMG 20210521 180657
তবে এই শুটিং বন্ধের জেরে সবথেকে বেশি সমস‍্যায় পড়েছেন টেকনিশিয়ান, মেকআপ আর্টিস্টরা। সব দিক বিবেচনা করে ফেডারেশনের তরফে স্বরূপ বিশ্বাস ঘোষনা করেন শর্তসাপেক্ষে শুটিং শুরু করার অনুমতির জন‍্য মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়কে আবেদন জানানো হবে।

তবে সেই সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখা হয়েছে। কারণ হিসাবে স্বরূপ বিশ্বাস বলেন, করোনার সঙ্গে সঙ্গে ব্ল‍্যাক ফাঙ্গাসের আতঙ্কেও তটস্থ গোটা বাংলা। তাই এখনি এই বিষয়ে কোনো আর্জি জানানো হবে না। অপরদিকে সূত্রের খবর, নারদ মামলায় সিবিআই তদন্ত নিয়ে বেশ ব‍্যস্ত রয়েছেন মুখ‍্যমন্ত্রী। সঙ্গে রয়েছে ঘূর্ণিঝড় ইয়াশের আসার উদ্বেগও। তাই শুটিং শুরুর আবেদন এখনি না করে সপ্তাহ শেষে বা আগামী সপ্তাহের শুরুতে করার পরিকল্পনা রয়েছে বলে খবর।


Niranjana Nag

সম্পর্কিত খবর