বাংলা হান্ট ডেস্কঃ গৌতম গম্ভীর ভারতের (Gautam Gambhir) অন্যতম সফল ওপেনার হিসেবেই পরিচিত। কিছু আগে একটি সুপরিচিত চ্যানেলের সাথে কথোপকথনের সময় গৌতম গম্ভীর তার প্রিয় ভারতের সর্বকালের একাদশ নির্বাচন করেছিলেন।
গৌতম গম্ভীর তার সর্বকালের একাদশে এমএস ধোনি এবং বিরাট কোহলিকে যুক্ত করা সত্ত্বেও অভিজ্ঞ স্পিনার অনিল কুম্বলেকে অধিনায়ক করার সিদ্ধান্ত নিয়ে সবাইকে অবাক করে দিয়েছিলেন। গৌতম গম্ভীরকে অনেক সময় অনিল কুম্বলের ভূয়সী প্রশংসা করতেও দেখা গিয়েছে। তার ক্রিকেট ক্যারিয়ারে, গৌতম গম্ভীর এমএস ধোনি, বিরাট কোহলি এবং অনিল কুম্বলের নেতৃত্বে খেলেছেন। নিজের পুরো ক্যারিয়ারে গৌতম গম্ভীর হতাশ ছিলেন যে, তিনি অনিল কুম্বলের অধিনায়কত্বে বেশি ক্রিকেট খেলতে পারেন নি।
একই সঙ্গে বীরেন্দ্র সেহবাগকে দলের ওপেনার হিসেবে বেছে নিয়েছেন গৌতম গম্ভীর। সেহবাগের অংশীদার হওয়ার জন্য গৌতম গম্ভীর গ্রেট সুনীল গাভাস্কারকে বেছে নিয়েছেন। বীরেন্দ্র সেহবাগই ভারতের একমাত্র ব্যাটসম্যান যিনি টেস্ট ক্রিকেটে ২টি ট্রিপল সেঞ্চুরি করেছেন। একইসঙ্গে টেস্ট ক্রিকেটে সুনীল গাভাস্কারের রান ১০ হাজারের বেশি।
গৌতম গম্ভীর রাহুল দ্রাবিড়কে তার প্রিয় সর্বকালের একাদশে ৩ নম্বরে রেখেছেন। একই সঙ্গে শচীন টেন্ডুলকার, বিরাট কোহলি এবং কপিল দেব যথাক্রমে ৪, ৫ ও ৬ নম্বরে স্থান পেয়েছেন। গৌতম গম্ভীরের দলে রয়েছে ২ জন ফাস্ট বোলার, ২ জন স্পিনার এবং ১ জন অলরাউন্ডার।
দেখে নিন গৌতম গম্ভীরের সর্বকালের সেরা ভারতীয় একাদশে কে কে রয়েছেন … সুনীল গাভাস্কার, বীরেন্দ্র সেহবাগ, রাহুল দ্রাবিড়, শচীন টেন্ডুলকার, বিরাট কোহলি, কপিল দেব (অলরাউন্ডার), এমএস ধোনি, হরভজন সিং, অনিল কুম্বলে (অধিনায়ক), জহির খান এবং জাভাগাল শ্রীনাথ।