মুকেশ তো কোন ছাড়! Reliance’র সর্বাধিক শেয়ার আছে আম্বানিদের আরেক সদস্যের হাতে! কে তিনি?

বাংলাহান্ট ডেস্ক : এই মুহূর্তে দেশের সর্বোচ্চ ধনী ব্যক্তি মুকেশ আম্বানি (Mukesh Ambani) রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের ম্যানেজিং ডিরেক্টর এবং চেয়ারম্যানের দায়িত্ব সামলাচ্ছেন। বিশ্বের সেরা ধনকুবেরদের তালিকাতেও মুকেশ আম্বানি (Mukesh Ambani) সবসময় থাকেন উপরের সারিতেই। ধীরুভাই আম্বানির হাতে স্থাপিত হয় রিলায়েন্স (Reliance Industry)।

রিলায়েন্সে মুকেশের (Mukesh Ambani) থেকেও বেশি শেয়ার আছে এই ব্যক্তির

তারপর দেশের অগ্রজ শিল্পসংস্থার একটিতে পরিণত হয় ম্যাট্রিক পাশ ধীরুভাই আম্বানির স্বপ্নের এই সংস্থা। ধীরে ধীরে রিফাইনিং, অয়েল অ্যান্ড গ্যাস, পেট্রোকেমিক্যাল, টেলিকম, রিটেইল এবং মিডিয়া সেক্টরে রিলায়েন্স শুরু করে নিজেদের দাপট। মুকেশ আম্বানির নেতৃত্বে রিলায়েন্স পৌঁছেছে নতুন সফলতার চূড়ায়।

আরোও পড়ুন : ‘যদি কাউকে বলিস…’, বন্ধুর জন্মদিনে ডেকে নিয়ে গিয়ে নাবালিকাকে একাধিকবার ধর্ষণ, উত্তেজনা

 

তবে জানলে অবাক হবেন বর্তমানে রিলায়েন্সের সর্বেসর্বা মুকেশ আম্বানির হাতে কিন্তু নেই রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের অধিকাংশ শেয়ার। এই সংস্থার সবথেকে বেশি শেয়ার রয়েছে মুকেশের মা তথা প্রয়াত ধীরুভাই আম্বানির স্ত্রী কোকিলাবেন আম্বানির (Kokilaben Ambani) কাছে। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের ১,৫৭,৪১,৩২২ টি শেয়ার রয়েছে কোকিলাবেন আম্বানির হাতে। 

Mukesh Ambani Family

কোকিলাবেন আম্বানি রিলায়েন্সের মোট ০.২৪ শতাংশ শেয়ারের অধিকারিনী। প্রায় ১৮ হাজার কোটি টাকার শেয়ার (Share) রয়েছে মুকেশ আম্বানির মায়ের হাতে। মুকেশের তিন সন্তান আকাশ আম্বানি, ইশা আম্বানি এবং অনন্ত আম্বানির কাছে রয়েছে সংস্থার ৮০,৫২,০২১টি শেয়ার। শতাংশের বিচারে মুকেশের তিন সন্তানের হাতে রয়েছে সংস্থার মোট ০.১২ শতাংশ স্টেক। ফোর্বসের একটি রিপোর্ট বলছে, বর্তমানে ১২৩.৭ বিলিয়ন ডলার সম্পদের অধিকারী মুকেশ।

1

রিলায়েন্সের আম্বানি পরিবারের কাছে রয়েছে এই সংস্থার ৫০.৩৯ শতাংশ স্টেক। অন্যান্য শেয়ার হোল্ডারদের কাছে রয়েছে ৪৯.৬১ শতাংশ শেয়ার। লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার ৬.৪৯ শতাংশ স্টেক আছে রিলায়েন্সের কাছে। হিসাব বলছে, বিশ্বের অন্যতম সফল এই রিলায়েন্স সংস্থার সবথেকে বেশি শেয়ার রয়েছে কোকিলাবেন আম্বানির হাতেই।

 


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর