কেবল অভিনয় নয়, এই বিশেষ কাজেও পটু দিতিপ্রিয়া! জানতেন?

Published On:

বাংলাহান্ট ডেস্ক : শিশুশিল্পী হিসেবে পা রেখেছিলেন অভিনয় জগতে। বাংলা টেলিভিশন (Bengali Serial) জগতে রানি রাসমণি হিসেবেই পরিচিত তিনি। অল্প বয়সেই নিজের অভিনয় দক্ষতার জেরে তিনি হয়ে উঠেছেন সকলের ঘরের লোক কাজের লোক। বর্তমানে বড়পর্দা থেকে ওয়েব সিরিজ সর্বত্রই দেখা যাচ্ছে দিতিপ্রিয়া রায়ের (Ditipriya Roy) আনাগোনা।

বর্তমানে তাঁর হাতে রয়েছে একগুচ্ছ কাজ। তবে এত কিছুর মাঝেও নিজের ভালোবাসাকে কিন্তু সযত্নে লালন-পালন করে চলেছেন এই অভিনেত্রী। সামান্য সুযোগ পেলেই রং-তুলি হাতে পেন্টিং করতে বসে যান তিনি। ভীষণ ভালোবাসেন ছবি আঁকতে। এ কথা আগেও জানিয়েছেন বহুবার। আর এবার তার প্রমান পাওয়া গেল অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ায়।

Ditipriya Roy

সোশ্যাল মিডিয়ায় নিজের আঁকা ছবি নিজেই পোস্ট করেছেন দিতিপ্রিয়া। যদিও ছবি আঁকার প্রশিক্ষণ কোনওদিন নেননি তিনি। মানসিক শান্তি পেতেই রং তুলি হাতে ছবি আঁকতে বসে যান অভিনেত্রী। কেবলমাত্র সাদা খাতায় নয়। নিজের বাড়ির দেওয়ালেও নানানরকম ছবি এঁকেছেন তিনি।

Ditipriya Roy

বর্তমানে শ্যুটিং এর কাজে শান্তিনিকেতনে রয়েছেন দিতিপ্রিয়া। মাঝে দুদিন ছুটিতে তিনি এসেছিলেন বাড়ি। আর সেই সুযোগেই নিজের প্রতিভাকে আরও একবার সকলের সামনে তুলে ধরলেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট হতেই ধেয়ে এল কমেন্ট। কেবলমাত্র ভক্তরা নন। কমেন্ট করেছেন তাঁর সহকর্মীরাও।

 

View this post on Instagram

 

A post shared by Ditipriya Roy (@roy_ditipriya)

এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে অভিনেত্রী বলেন, ‘আমার মাথায় সবসময় কিছু না কিছু ঘুরতেই থাকে। আমার আঁকার মাধ্যমে আমি নানান রকম ভাবনা ফুটিয়ে তুলতে ভালোবাসি’। অভিনেত্রীর এই আঁকা ছবি দেখে প্রশংসায় পঞ্চমুখ ইন্ডাস্ট্রির অনেকেই। অভিনেতা রোহন ভট্টাচার্য লিখলেন, ‘তোমার ভাবনার কারণেই ছবিটি এত সুন্দর হয়েছে’।

Ditipriya Roy

উল্লেখ্য, মাত্র কয়েদিন আগেই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে দিতিপ্রিয়া অভিনীত ছবি ‘ডাকঘর’। এই ওয়েব সিরিজ ভীষণ পছন্দ করেছেন দর্শকরা। চলতি মাসেই আসছে তাঁর নয়া ওয়েব সিরিজ ‘রাজনীতি’। আপাতত তাঁর ঝুলিতে রয়েছে একগুচ্ছ কাজ। শোনা যাচ্ছে, ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের ‘‘বগলা মামা যুগ যুগ জিও’-তেও মুখ্য চরিত্রে দেখা যাবে তাঁকে।

X