ব‍্যতিক্রমী নন নুসরত, এই তারকারাও সমাজকে বুড়ো আঙুল দেখিয়ে হয়েছেন সন্তানের একা অভিভাবক

Published On:

বাংলাহান্ট ডেস্ক: সমাজের হাজারো কুৎসা, ছিছিক্কারকে ফুৎকারে উড়িয়ে মাতৃত্বের জয়গান গেয়েছেন সাংসদ অভিনেত্রী নুসরত জাহান (nusrat jahan)। নিখিল জৈনের সঙ্গে বিয়ে বিতর্ক, যশ দাশগুপ্তের সঙ্গে সম্পর্কের গুঞ্জনকে সঙ্গী করেই প্রথম সন্তানের জন্ম দিয়েছেন তিনি। ‘সহবাস সঙ্গী’ নিখিল নুসরতের সন্তানের পিতৃপরিচয় অস্বীকার করেছেন। এ বিষয়ে মুখ খোলেননি অভিনেত্রী নিজেও। তবে সমাজের বিপরীতে গিয়েও গোটা ইন্ডাস্ট্রিকে পাশে পেয়েছেন নুসরত।

তবে নুসরত প্রথম নন, এমন সাহসিকতার পরগচয় আগেও দিয়েছেন তারকারা। বলিউডের বাঙালি অভিনেত্রী সুস্মিতা সেন (sushmita sen) বিয়ে না করেই দুই সন্তানের মা হয়েছেন। রেনে ও আলিশা তাঁর দুই দত্তক কন‍্যা। একা হাতে বড় করেছেন দুই মেয়েকে। প্রমাণ করে দিয়েছেন বিয়ে ছাড়াও সন্তান দত্তক নিয়ে মা হওয়া যায়।


সুস্মিতারও আগে সেই আশির দশকে ‘সিঙ্গল মাদার’ হওয়ার ‘দুঃসাহস’ দেখিয়েছিলেন নীনা গুপ্তা (neena gupta)। ১৯৮০ সালে প্রখ্যাত ক্রিকেটার ভিভ রিচার্ডসের সঙ্গে সম্পর্কে জড়ান নীনা। সমাজের কথা না ভেবে নিজেদের সম্পর্কটাকে সকলের সামনে নিয়ে আসেন তিনি। এক সময় ভিভের সন্তানের মাও হন নীনা। কিন্তু নিজের স্ত্রীকে ডিভোর্স দিয়ে কখনোই নীনাকে বিয়ে করেননি ভিভ। অভিনেত্রী নিজেই বড় করেন মেয়ে মাসাবাকে। সেই মেয়ে এখন বলিউডের নামী ডিজাইনার।


একা মেয়েরা নন। ‘সিঙ্গল ফাদার’ হওয়ার উদাহরণও রয়েছে বলিউডে। তালিকায় রয়েছেন প্রখ‍্যাত পরিচালক প্রযোজক করন জোহর (karan johar) এবং অভিনেতা তুষার কাপুর (tushar kapoor)। দুজনেই বিয়ে না করেই সারোগেসির মাধ‍্যমে বাবা হয়েছেন। করনের দুই ছেলে মেয়ে যশ ও রুহি এবং তুষারের এক ছেলে লক্ষ‍্য। একাই সন্তানদের মানুষ করছেন তাঁরা। ভাইয়ের মতো দিদি একতা কাপুরও (ekta kapoor) বিয়ে না করে সারোগেসির মাধ‍্যমে ছেলে রাভীর মা হয়েছেন।

X