বাংলা হান্ট ডেস্ক : এমনিতেই টানা দু তিন মাস ধরে কাজের বাজার অগ্নিমূল্য, বিশেষ করে এক মাস কেজিপ্রতি পেঁয়াজ বিক্রি হচ্ছে 150-200 টাকা দরে আর যা কমার কোনও নাম গন্ধ নেই। তবে একদিকে যেমন পেঁয়াজের দাম বেড়েছে ঠিক তেমনই তাঁর সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে আলুর দাম। জানা গিয়েছে বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় জ্যোতি আলুর দাম ছুঁয়েছিল 24-26 টাকা দরে।
যদিও এখন আলু বসানোর কাজ চলছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু আলুর জোগান কম থাকাতেই দাম এতটা বেড়ে গিয়েছে বলেই জানিয়েছে স্থানীয় ব্যবসায়ীরা। জেলার প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির তরফ থেকে জানানো হয়েছে গত বছরে যে পরিমাণ আলু জমানো ছিল তার থেকে এ বছর কিছুটা হলেও কম পরিমাণে আলু হিমঘরে উঠেছিল আর তাই বেশির ভাগটাই হিমঘর থেকে বেড়িয়ে গেছে। তাই এ ভাবে দাম বেড়ে গিয়েছে অনেকটাই।
যদিও পরিস্থিতি সামাল দিতে পাঞ্জাব থেকে আলু আমদানি শুরু হয়েছে কিন্তু রাজ্যে যেভাবে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে প্রতিবাদ বিক্ষোভ শুরু হয়েছে তার জন্য আলুর গাড়ি ঢুকতে ভয় পাচ্ছে রাজ্যে আর তাই তো বাজারে আলুর দাম এতটাই বাড়ছে বলেই জানা গিয়েছে। অন্যদিকে আবার আরও এক ব্যবসায়ী বছর আলুর উত্পাদন কম হওয়া কেউ দায়ী করছেন, সম্প্রতি ঘূর্ণিঝড় বুলবুলের কারণে আলু চাষ পিছিয়েছে আর তাই আলুর চাহিদা বেড়েছে অথচ জোগান কম।
যদিও বর্ধমানের কিছু কিছু বাজারে নতুন আলু উঠেছে কিন্তু তার দাম পুরনো আলুর থেকে প্রায় ছয় থেকে সাত টাকা করে বেশি। এক খুচরো ছাড়াও প্যাকেট জাত আলুর ক্ষেত্রেও কিন্তু দাম অনেকটাই বেড়ে গিয়েছে। মঙ্গল ও বুধবার 900,950 টাকা প্যাকেট প্রতি দরে আলু বিক্রি হয়েছে। তাই এবার পেঁয়াজের পরে আলু নিয়ে সমস্যায় পড়তে চলেছেন আম জনতা।