শুধু পাপমুক্তি নয়, গঙ্গাজল দূর করতে পারে করোনাও! দাবি আইআইটির অধ্যাপকের

বাংলাহান্ট ডেস্কঃ গঙ্গা ( ganges) স্নানে নাকি পাপ ক্ষয় হয়৷ আজীবন সনাতন হিন্দু ধর্মালম্বীরা এই ধারনায় বিশ্বাসী৷ এবার বিশিষ্ট নদী বিশেষজ্ঞ ও বেনারস বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন সিভিল ইঞ্জিনিয়ারিং এর অধ্যাপক ইউ কে চৌধুরী দাবি করলেন গঙ্গাজলে মিলতে পারব করোনার মোক্ষম অস্ত্র।

ganga

তিনি জানিয়েছেন, গঙ্গা জলে প্রচুর পরিমানে ব্যাক্টেরিওফাজ বর্তমান। ব্যাক্টেরিওফাজ এমন এক ধরনের ভাইরাস যা ব্যাকটেরিয়ার বিনাশ সাধন করে। আমাদের পুরান ও বেদে এই জলের ঔষধি গুন সম্পর্কে জানানো হয়েছে। বিজ্ঞানীরাও এই নদীর জলে ব্যাক্টেরিওফাজ খুঁজে পেয়েছেন যা প্যাথোজেন ধ্বংস করে।

তিনি তার বক্তব্যকে আরো ব্যাখা করে জানিয়েছেন, ব্যাক্টেরিওফাজের উৎস সম্পর্কে গবেষণার জন্য আমরা তিনটি নদীর জল বেছে নিয়েছিলাম। গঙ্গা, যমুনা ও শোন। যাদের প্রত্যেকের উৎস হিমালয়ের ভিন্ন উচ্চতায় অবস্থিত। এদের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় গঙ্গার উৎস গঙ্গোত্রী। যেখানে সবথেকে নীচু অ্যাকুফায়ার থেকে জল প্রবাহিত হয়। তাই এতে বেশি পরিমাণ ব্যাক্টেরিওফাজ ও অন্যন্য ওষধি গুন বর্তমান।

তিনি আরো বলেন যে এই জল করোনা সংক্রমণ ছড়িয়ে পড়া আটকাতে পারে। একই সাথে এর ওষধি গুন এর জন্য এই নদীর জলকে সংরক্ষণ করার কথাও বলেন তিনি।

সম্পর্কিত খবর