বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আর মাত্র অপেক্ষা কয়েক ঘন্টার। তারপর এই বিশ্বকাপ (2023 ODI World Cup) ফাইনালে একে অপরের মুখোমুখি হবে ভারত এবং অস্ট্রেলিয়া (India vs Australia)। ভারতীয় দল (Indian Cricket Team) গোটা টুর্নামেন্টের অসাধারণ ক্রিকেট খেলে বিশ্বকাপের ফাইনালে অবধি পৌঁছেছে। সবচেয়ে বড় ব্যাপার হলো বিরাট কোহলি (Virat Kohli) বা রোহিত শর্মার (Rohit Sharma) মতন কোনও নির্দিষ্ট তারকার ওপর ভারতীয় দল নির্ভরশীল নয়। দলের প্রায় প্রত্যেক ক্রিকেটারই চলতি টুর্নামেন্টে নিখুঁত ক্রিকেট খেলেছে। এদের মধ্যে থেকে এক ক্রিকেটারকে নিয়ে উচ্ছসিত গৌতম গম্ভীর (Gautam Gambhir)।
আশা করা যায় যে এবার টুর্নামেন্টের সেরা ক্রিকেটার হিসেবে যে তারকাকে নির্বাচিত করা হবে সে ভারতীয় দলেরই অংশ হবে। ইতিমধ্যে ৯ জনের একটি তালিকা প্রকাশ করেছে যাদের মধ্যে থেকে টুর্নামেন্টের সেরা ক্রিকেটারকে বেছে নেওয়া হবে। বিরাট কোহলি, রোহিত শর্মা, যশপ্রীত বুমরা ও মহম্মদ শামি।
কিন্তু এই তারকাদের মধ্যে না থাকা এক ক্রিকেটারকে বিশ্বকাপ ফাইনালের নায়ক হিসেবে দেখছেন গৌতম গম্ভীর। আর এই তারকা অন্য কেউ নয়, তিনি হলেন শ্রেয়স আইয়ার। চলতি টুর্নামেন্টে তিনি ইতিহাস তৈরি করেছেন। তার আগে অন্য কোনও ভারতীয় বিশ্বকাপে চার নম্বরে ব্যাট করতে নেমে ৪০০-র বেশি রান করতে পারেননি। সেখানে তিনি এই জায়গায় ব্যাট করতে নেমে ৫০০-র বেশি রান করে ইতিহাস তৈরি করেছেন।
আরও পড়ুন: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনাল হলেও রোহিতের মাথায় পাকিস্তান! শামিকে কোন বাড়তি দায়িত্ব দিলেন?
গৌতম গম্ভীর তাকে নিয়ে বলেছেন, “এই বিশ্বকাপে শ্রেয়াস আইয়ার আমার জন্য সবচেয়ে বড় গেম উইনার। তিনি আহত হয়ে দল থেকে ছিটকে গিয়েছিলেন। তার এই জায়গার জন্য তাকে আবার লড়াই করতে হয়েছিল এবং সেইসব সামলে তার নকআউটে ৭০ বলে সেঞ্চুরি করার ব্যাপারটা অসামান্য। ম্যাক্সওয়েল এবং জাম্পা যখন বোলিং করবেন তখন ফাইনালে তিনি ভারতের জন্য চাবিকাঠি হবেন।”
আরও পড়ুন: রোহিত বা কোহলি সেরার পুরস্কারের যোগ্য নন! বিশ্বকাপ ফাইনালের আগে মন্তব্য যুবরাজের
শ্রেয়স আইয়ার না থাকলেও আইসিসি এই বিশ্বকাপের সেরা ক্রিকেটারদের তালিকায় রয়েছেন চলতি টুর্নামেন্টে বিশ্বকাপের ইতিহাসের দ্রুততম শতরান এবং ওডিআই ক্রিকেটের ইতিহাসে প্রথমবার রান তাড়া করতে নেমে ডবল সেঞ্চুরি করা অজি অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। তার পাশাপাশি এই বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারীদের দৌরে থাকা অস্ট্রেলিয়ান লেগ স্পিনার অ্যাডাম জাম্পাও এই তালিকায় আছেন। প্রথমবার বিশ্বকাপ খেলতে নেমে ২৫ বছরের কম বয়সী ক্রিকেটার হিসেবে এক বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করে সচিন টেন্ডুলকারের রেকর্ড ভেঙ্গে দেওয়া ভারতীয় বংশোদ্ভুত নিউজিল্যান্ড তারকা রাঁচিন রবীন্দ্র এবং ভারতের বিরুদ্ধে চলতি টুর্নামেন্টে জোড়া শতরান করা ড্যারেল মিচেলও এই তালিকা পেয়েছেন। সেই সঙ্গে নিজের ওডিআই কেরিয়ারের শেষ ম্যাচ খেলে ফেলা এবং দুর্দান্ত উইকেটরক্ষণের পাশাপাশি অভাবনীয় ব্যাটিং করা দক্ষিণ আফ্রিকান তারকা কুইন্টন ডি কক এই তালিকায় জায়গা করে নিয়েছেন।