বাংলাহান্ট ডেস্ক: অস্কার ২০২৩ (Oscars 2023) এর ঘন্টা বেজে গিয়েছে। ভারত থেকে কোন ছবি অস্কারে যাবে তা নিয়ে চলছিল জল্পনা। বলিউডের ‘দ্য কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files) নাকি তেলুগু ছবি ‘আর আর আর’ (RRR), কে যাবে অস্কারে তা নিয়েই আলোচনা পর্যালোচনা চলছিল। অবশেষে সমস্ত জল্পনা মিটিয়ে সামনে এল ভারতের অফিশিয়াল অস্কার এনট্রি ছবির নাম।
না কাশ্মীর ফাইলস আর না আর আর আর, দুটির কোনোটিই ভাগ্যে শিকে ছেঁড়েনি। মাঝখান দিয়ে সুযোগ পেয়ে গিয়েছে গুজরাটি ছবি ‘ছেলো শো’ ওরফে ‘লাস্ট ফিল্ম শো’। গোটা বিশ্বের সমালোচকদের প্রশংসা পেয়ে এই ছবিই পেছনে ফেলে দিয়েছে দুই মহারথীকে। এদিকে অফিশিয়াল অস্কার এনট্রির ঘোষনা হতেই নেটপাড়ায় উঠেছে ঝড়।
তেলুগু ব্লকবাস্টার ‘আর আর আর’ ভারতীয় চলচ্চিত্রের অন্যতম মাইলফলক হিসাবে বিবেচিত হয়েছে। গোটা বিশ্বে হাজার কোটির উপরে ব্যবসা করেছিল আর আর আর। কিছুদিন আগে এক বিদেশি সংবাদ মাধ্যম দাবি করেছিল, অস্কারে দুটি বিভাগে মনোনীত হতে চলেছে আর আর আর। বিভাগ দুটি হল সেরা বিদেশি ছবি এবং সেরা অরিজিনাল মিউজিক। এই দুই বিভাগেই নাকি অস্কার জেতার দৌড়ে সামিল হচ্ছে ভারতীয় ছবি অস্কার।
কিন্তু এখন আসল খবর জানতে পেরে রীতিমতো ক্ষুব্ধ রাজামৌলি ভক্তরা। টুইটারে আর আর আর এবং অস্কার হ্যাশট্যাগ দিয়ে ক্ষোভ উগরে দিচ্ছেন নেটনাগরিকদের একটা বড় অংশ। একজন লিখেছেন, ‘ভাবতেই পারছি না আর আর আর কে অস্কারে পাঠানো হল না। কে জানে কাদের জুরি সদস্য করা হয়েছিল। নিজেদের জগতেই বিচরণ করেন তারা।’
https://twitter.com/IamMayaSharma/status/1572222974429917190?t=AB70Yz2jZaAAQhZ_4xkX8A&s=19
https://twitter.com/awaarajethiyaa/status/1572222961918136323?t=bNeyYXbyf-xkZ5tPI0AuSQ&s=19
অনেকে আবার যুক্তি দিয়েছেন, আর আর আর আন্তর্জাতিক স্তরেও প্রশংসিত হয়েছে। ছেলো শো ভাল ছবি হতেই পারে কিন্তু আর আর আর হয়তো আরো ভাল হতে পারত। আর আর আর কে নির্বাচন না করাটা একটা বিরাট ভুল যেটা ভারতকে ভুগতে হবে। এ বছরও অস্কার হাতছাড়া হল ভারতের, দাবি নেটিজেনদের। উল্লেখ্য, ছেলো শো ছবিটি মুক্তি পেয়েছিল ২০২১ সালে। ছবিটির পরিচালনা করেছেন পান নলিন।