রেকর্ড গড়ে অস্ট্রেলিয়ার সামনে পর্বতপ্রমাণ রান তুললেন রাহুল, হার্দিকরা! বিধ্বংসী শুরু অজিদের

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আজ মোহালিতে মুখোমুখি হয়েছে বর্তমান টি-টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া এবং এই মুহূর্তে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে থাকা ভারতীয় দল। তার মধ্যেই ব্যাট হাতে প্রথম ইনিংসে তান্ডব নাচলেন হার্দিক। লোকেশ রাহুল এবং সূর্যকুমার যাদবের গড়া ভিতের ওপর রানের পাহাড় গড়ে অস্ট্রেলিয়ার সামনে রেখেছেন তিনি।

আজ দীর্ঘদিন পরে দলে ফিরেছেন উমেশ যাদব। চোট কাটিয়ে সবে সুস্থ হওয়া বুমরাকে নিয়ে ঝুঁকি নেয়নি ভারতীয় দল। তাই তিনি এখনও দলের বাইরে। আজ টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ভারতের ব্যাটিং অর্ডারে বিশেষ কিছু চমক ছিল না। শুধুমাত্র বাদ পড়েছিলেন রিশভ পন্থ।

পাওয়ার প্লের মধ্যেই বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ভারতীয় দল। রোহিত ১১ এবং বিরাট কোহলি মাত্র ২ রান করে প্যাভিলিয়নে ফেরেন। ভারতীয় দলের ভক্তরা অত্যন্ত চাপে পড়ে গিয়েছিলেন মাত্র ৩৫ রানের মধ্যে দুই মহাতারকাকে হারিয়ে। কিন্তু এই সময় ভারতীয় দলের ভরসা হয়ে দাঁড়ান লোকেশ রাহুল। সূর্যকুমার যাদবকে সঙ্গে নিয়ে অজি বোলারদের ওপর পাল্টা আক্রমণ শুরু করেন তিনি। ৩৭ রানের গণ্ডি পেরোতেই তিনি কোহলি এবং রোহিত পর তৃতীয় ভারতীয় ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ২০০০ রানের গণ্ডি ছাড়িয়ে যান।

শেষ পর্যন্ত ৩২ বলে নিজের অর্ধশতরান সম্পূর্ণ করেন। এটি ছিল টি-টোয়েন্টি ক্রিকেটে তার ১৮ তম অর্ধশতরান। ৩৫ বলে ৩টি ছক্কা ও ৪টি চার সহ ৫৫ রান করে হ্যাজেলউডের বলে ডিপ স্কোয়ার লেগে ইলশের হাতে ক্যাচ দিয়ে আউট হন তিনি। তার সঙ্গী সূর্যকুমার যাদবও ২৫ বলে ৪৬ রানের আগ্রাসী একটি ইনিংস খেলে আউট হন। এশিয়া কাপে নিজেদের পারফরম্যান্সের জন্য দুজনেই সমালোচিত হয়েছিলেন। রাহুল কথা দিয়েছিলেন যে তিনি নিজের স্ট্রাইক রেট বাড়ানোর চেষ্টা করবেন। আজ তিনি সেই কথা রেখেছেন। এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে বড় রান করতে না পারার পর আজ সূর্য কুমার যাদব বড় রান করে সমালোচকদের জবাব দিয়েছেন।

এরপর আসল কাজটা করে গিয়েছেন হার্দিক। রাহুল আউট হওয়ার পর ব্যাট করতে নেমেছিলেন। তারপর ৫টি ছক্কা ও ৭টি চার সহ ৩০ বলে ৭১ রান করেছেন তিনি। শেষ ওভারে ক্যামেরুন গ্রিনের শেষ ৩ বলে ৩টি ছয় মেরে ভারতকে ২০৮ রানে পৌঁছে দেন তিনি। এটি প্রথমে ব্যাট করে ভারতকে অস্ট্রেলিয়ার দেওয়া সবচেয়ে বড় রানের টার্গেট। তবে রান তাড়া করতে নেমে মারাত্মক ভাবে শুরু করেছেন ক্যামেরুন গ্রিন। উমেশ যাদবের ওভারে ৪ টি চার মেরে চতুর্থ ওভারের শেষে ১ উইকেট হারিয়ে ৪০।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর