মন্নতে হুকুম চলে শুধু গৌরির মায়ের, শাশুড়ির অঙ্গুলিহেলনে ওঠবোস করেন শাহরুখও!

বাংলাহান্ট ডেস্ক: আজ বলিউডের অন‍্যতম পাওয়ার কাপল হলেও শাহরুখ খান (Shahrukh Khan) ও গৌরি খানের (Gauri Khan) শুরুর দিনগুলো কিন্তু মোটেই সহজ ছিল না। একথা আগেই এক প্রতিবেদনে জানিয়েছিলাম আমরা। শাহরুখ গৌরির বিয়েতে বেঁকে বসেছিলেন ইন্টিরিয়র ডিজাইনারের পরিবারের সকলেই। নিজের বাবা, মা, ভাইয়ের বিরুদ্ধে গিয়ে মনের মানুষকে বিয়ে করেছিলেন গৌরি।

বলিউডে শাহরুখের স্ট্রাগলের সাক্ষী ছিলেন তিনি। ধীরে ধীরে জনপ্রিয়তা পাওয়ার পর নিজেদের সুখের নীড় গড়ে তোলেন দুজনে। শাহরুখের সাধের ‘মন্নত’। আজ মুম্বইয়ের ভ্রমণার্থী থেকে শাহরুখ ভক্ত, সকলের কাছেই মন্নত দর্শনীয় স্থান। প্রায় প্রতিদিনই বিলাসবহুল মন্নতের সামনে ভিড় জমে থাকে অনুরাগীদের। বিশেষ বিশেষ দিনে মন্নতের ব‍্যালকনিতে এসে ভক্তদের দেখাও দেন কিং খান।

Shahrukh 1
মন্নত সম্পর্কে খুঁটিনাটি তথ‍্য জানতেও আগ্রহী থাকেন সকলেই। কিন্তু শাহরুখ গৌরির এই বিলাসবহুল প্রাসাদের আসল ‘বস’ কে জানেন? তিনি শাহরুখও নন, গৌরিও নন। সম্প্রতি এক সাক্ষাৎকারে একথা নিজেই জানিয়েছিলেন কিং খান পত্নি।

এক সংবাদ মাধ‍্যমের সঙ্গে সাক্ষাৎকারে গৌরি জানান, মন্নতের আসল ‘বস’ আসলে তাঁর মা সবিতা ছিব্বর। না, তিনি মন্নতে থাকেন না। কিন্তু দিল্লিতে বসেই মন্নতকে রিমোট কন্ট্রোলে চালান তিনি। কার্যত, মন্নতের উপরে তাঁরই হুকুম চলে। গৌরি নিজেই জানিয়েছেন, সর্বক্ষণ মন্নতের কর্মচারীদের সঙ্গে কথোপকথন চালান তাঁর মা।

ছবি চালাচালি হয়, কোন জায়গাটা নোংরা, কোথায় পরিস্কার করা দরকার সেসবই কর্মীদের নির্দেশ দেন গৌরির মা। এমনকি শাশুড়ির হুকুমের দাস শাহরুখ নিজেও। তবে গৌরির বক্তব‍্য, তিনি এবং শাহরুখ দুজনেই কাজে ব‍্যস্ত থাকেন। তাই মা মন্নতের দায়িত্ব তাঁর মা নেওয়ায় তিনি অন্তত খুব নিশ্চিন্তে থাকেন।

Srk gauri
প্রসঙ্গত, ১৯৯৭ সালে মন্নতকে দেখেই পছন্দ হয়ে গিয়েছিল শাহরুখের। সে সময়ে অবশ‍্য বাংলোটির নাম ছিল ‘ভিলা ভিয়েনা’। এক নজরেই শাহরুখের পছন্দ হয়ে গিয়েছিল বাংলোটি। তবে সেটা সম্পূর্ণ নিজের করে নিতে আরো তিন বছর অপেক্ষা করতে হয়েছিল তাঁকে।

২০০০ সালে প্রায় ২০০ কোটি টাকা খরচ করে বাংলোটি কিনেছিলেন অভিনেতা। তাঁর ইন্টিরিয়র ডিজাইনার স্ত্রী গৌরী খান বাংলোর ভোল বদলে নতুন রূপে আনেন। নাম বদলে হয় মন্নত। ছয় তলার বিলাসবহুল বাংলো মন্নত মুম্বইয়ের সবথেকে বিলাসবহুল জায়গা বান্দ্রায় সমুদ্রপারে অবস্থিত। নিজের গোটা পরিবারকে নিয়ে মন্নতে থাকেন শাহরুখ।


Niranjana Nag

সম্পর্কিত খবর