অবশেষে স্বস্তি, ৩১ মে গণছুটি প্রত্যাহার স্টেশন মাস্টারদের, তবে এখনই মিটছে না বিক্ষোভ

বাংলাহান্ট ডেস্ক : প্রথমে হয়তো অনেকেই ভেবেছিলেন, একদিনের জন্য হয়তো থমকে যেতে পারে রেল। কিন্তু কেন ? কারণ, আগামী ৩১ মে সারা ভারতে গণছুটির ডাক দিয়েছিলেন রেলের স্টেশন মাস্টার সংগঠন অল ইন্ডিয়া স্টেশন মাস্টার্স। তাদের দাবি, দিনের পর দিন পদ শূন্য হয়ে পড়ে রয়েছে। কিন্তু তাতে কোনও নিয়োগ হচ্ছে না। এর প্রতিবাদেই কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনে নামছে তারা। কিন্তু না, শেষ পর্যন্ত তারা গণছুটি প্রত্যাহার করে নিলেন। তবে, এই মুহূর্তে আন্দোলন থেকে তারা সরছেন না।

সেন্ট্রাল অর্গানাইজিং সেক্রেটারি পূর্ব রেলের গার্ড রামআধার প্রাসাদ বলেন, আগামী ৩০ মে দিল্লিতে ডেপুটি চিফ লেবার কমিশনার, রেল বোর্ডের কর্তারা স্টেশন মাস্টার অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠক করবেন। দাবিদাওয়া সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত হওয়ার কথা। যদি সমস্যা সমাধানের পথ খোলা না হয় তবে ফের স্বল্পকালীন সময়েই ফের গণছুটির কর্মসূচি নেবে অ্যাসোসিয়েশন।

স্টেশন মাস্টারদের দাবি, দেশজুড়ে ৬ হাজার স্টেশন মাস্টারের পদ শূন্য পড়ে রয়েছে। ফলে অন্য কর্মীদের উপর অতিরিক্ত চাপ পড়ছে। ছুটি পাচ্ছেন না তাঁরা। বিভিন্ন ভাতা-সহ রাতের ডিউটির ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে। বারবার নানাভাবে কেন্দ্রের কাছে নিজেদের দাবি পেশ করা হলেও, সেটা পূরণ করা হয়নি। শান্তিপূর্ণভাবে নিজেদের দাবি আদায়ের সবরকম চেষ্টা করার পরও লাভ হয়নি। সেকারণেই একদিনের কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরা। সেটা আপাতত প্রত্যাহার হলেও, আন্দোলন চলবেই।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর