পারেননি কোহলি, ধোনি! ব্যর্থ রোহিতও, একমাত্র ভারত অধিনায়ক হিসেবে সৌরভের এই রেকর্ড আজও অক্ষত

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ গত রবিবার বিশ্বকাপ (2023 ODI World Cup) ফাইনালে ভারতীয় দলের (Indian Cricket Team) ভক্তদের বড় আশা ভঙ্গ হয়েছে। দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (India vs Australia) ফাইনালে ২০ বছর আগের বিশ্বকাপ ফাইনাল হারের বদলা নেবে ভারতীয় দল, এমনটা আশঙ্কা করেছিলেন অনেকেই। কিন্তু সৌরভ গাঙ্গুলীর (Sourav Ganguly) নেতৃত্বাধীন ভারতীয় দলের সেই বদলা নেওয়া হয়নি রোহিত শর্মার (Rohit Sharma) ভারতের। সেই সঙ্গে মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni) বা বিরাট কোহলি (Virat Kohli) যে কাজটা করতে পারেননি অধিনায়ক হিসেবে, রোহিত শর্মার সামনে সুযোগ ছিল সেই কাজটা করে সৌরভ গঙ্গোপাধ্যায়কে ছুঁয়ে ফেলার। কিন্তু তিনি সেই কাজেও কিছুটা ব্যর্থ হয়েছেন বলা যায়। সেই সংক্রান্ত আলোচনায় প্রতিবেদনের পরের দিকে অংশে আসা যাবে।

আগ্রাসী রোহিতের সাহসী নেতৃত্ব:

গত বছর ভারতীয় দল টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল অবধি পৌঁছেছিল রোহিতের নেতৃত্বেই। কিন্তু অস্ট্রেলিয়ার মাটিতে একেবারেই মনে রাখার মত ব্যক্তিগত পারফরম্যান্স করতে পারেননি হিটম্যান। কিন্তু এবার চিত্রটা ছিল সম্পূর্ণ ভিন্ন। ব্যাট হাতে দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছিলেন রোহিত। অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচটি বাদ দিলে টুর্নামেন্টে তিনি ধারাবাহিকভাবে আগ্রাসী ক্রিকেট খেলেছেন এবং নিজের উইকেটের পরোয়া করেননি কখনো। ভারতীয় দল তার সুফলও পেয়েছে।

২০ বছর পর এমন হলো ভারতীয় ক্রিকেটে:

২০২৩ সালে ভারতের মাটিতে আয়োজিত বিশ্বকাপের আগে শেষবার কোন ভারতীয় দলের অধিনায়ক বিশ্বকাপে শতরান করেছিল ২০০৩ সালে। সেই বছর সৌরভের পর ২০০৭ সালে রাহুল দ্রাবিড় ২০১১ এবং ২০১৫ সালে মহেন্দ্র সিং ধোনি এবং ২০১৯ সালে বিরাট কোহলি বিশ্বকাপে এই একই কাজ করতে ব্যর্থ হয়েছেন। ২০২৩ সালে আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচে শতরান করে ২০ বছর পর সৌরভের মতন রোহিতও একজন ভারতীয় অধিনায়ক হিসেবে বিশ্বকাপে শতরান করেছেন।

sourav rohit cap

আরও পড়ুন: ধোনির টিপস কাজে লাগিয়েই আজ ভয়ঙ্কর ফিনিশার রিঙ্কু! কি পরামর্শ দিয়েছিলেন ক্যাপ্টেন কুল?

দেশের মাটিতে সৌরভের রেকর্ড ছোয়ার সুযোগ পেয়েও হারালেন:

অবশ্য ভারতীয় অধিনায়ক হিসেবে বিশ্বকাপের মঞ্চে শত রান করা সৌরভ গঙ্গোপাধ্যায় প্রথম ক্রিকেটার নন। ১৯৮৩ সালে ভারতের বিশ্বজয়ের স্মরণীয় টুর্নামেন্টে জিম্বাবোয়ের বিরুদ্ধে শতরান পেয়েছিলেন কপিল দেবও। কিন্তু সৌরভ হলেন একমাত্র ভারতীয় অধিনায়ক যিনি এক বিশ্বকাপে একের চেয়ে বেশি শতরান করেছেন। রোহিত শর্মার সামনে সুযোগ ছিল সৌরভের এই রেকর্ড ছুঁয়ে ফেলার। কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে শতরানের অত্যন্ত কাছাকাছি পৌঁছেও উইকেট ছুঁড়ে আসন তিনি। এছাড়া অত্যন্ত আগ্রাসী ব্যাটিং করার কারণে বেশ কয়েকবার তিনি নিজের সুরে এসে বড় রান করার সুযোগ হাতছাড়া করেন। ফলে এখনো সৌরভ একমাত্র ভারতীয় অধিনায়ক হিসেবে বিশ্বকাপে একের বেশি শতরান করার রেকর্ড নিজের নামেই ধরে রেখেছেন।

আরও পড়ুন: বিশ্বকাপ ফাইনালে রোহিতদের খেলা দেখতে বাধা, ছেলের গলায় ফাঁস দিলো বাবা! মৃত পুত্র

ভারতীয় দলে শেষ রোহিত অধ্যায়?

এক প্রকার নিশ্চিতভাবেই বলা যায় রোহিত শর্মা ২০২৭ সালে আফ্রিকার মাটিতে আয়োজিত হতে চলে বিশ্বকাপে অংশগ্রহণ করবেন না। তার বয়স অত্যন্ত বেশি হয়ে যাবে সেই সময়ের আন্তর্জাতিক ক্রিকেট খেলার জন্য। কিন্তু তিনি কি আগামী বছর ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবেন? রোহিত শর্মা নিজেই বোর্ডকে ইঙ্গিত দিয়েছেন তার নাম ওই টুর্নামেন্টের জন্য বিবেচনা না করার এমন খবর শোনা গিয়েছে। যদি সত্যি তেমনটা হয় তাহলে রোহিত শর্মার ভক্তরা অত্যন্ত দুঃখ পাবেন।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর