বাংলা হান্ট ডেস্ক: নতুন বছরের শুরুতেই রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে একাধিক শূন্যপদ পূরণের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে। ইতিমধ্যেই রাজ্যের প্রাইমারি স্কুল ও মডেল স্কুলে প্রচুর প্রাইমারি শিক্ষক, হাইস্কুল শিক্ষক এবং গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
পাশাপাশি, রাজ্যের একাধিক Intregrated School গুলিতেও শিক্ষক ও শিক্ষিকা সহ অশিক্ষক পদে নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তিতে বেশ কয়েকটি স্কুলের নাম উল্লেখ করা হয়েছে যেখানে এই শূন্যপদ গুলি রয়েছে। এই সমস্ত শিক্ষক ও অশিক্ষক কর্মী নিয়োগ করা হবে সম্পূর্ণ অস্থায়ী ও চুক্তি ভিত্তিক হিসেবে। যে সমস্ত প্রার্থীরা স্কুল শিক্ষক ও গ্রুপ সি ও ডি পদে আবেদন করতে ইচ্ছুক তাঁরা এই প্রতিবেদনে বিস্তারিত জানতে পারবেন।
বাঁকুড়া জেলার মোট ৭ টি মডেল স্কুলে শুন্যপদের ভিত্তিতে নিয়োগ গুলি হবে। এগুলির মধ্যে রয়েছে রানিবাঁধ, হিরাবাঁধ, পাত্রসায়র, ওন্দা, শালতোড়া, মেজিয়া এবং ছাতনার মডেল স্কুল।
শিক্ষাগত যোগ্যতা: শিক্ষক ও শিক্ষিকা পদের জন্য উচ্চ মাধ্যমিক পাশ বা স্নাতক এবং বিএড বা ডিএলএড প্রশিক্ষণ থাকতে হবে। গ্রূপ সি পদের ক্ষেত্রে শুধু উচ্চ মাধ্যমিক পাশ করলে আবেদন করা যাবে সঙ্গে কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে। গ্রূপ ডি’র ক্ষেত্রে অষ্টম শ্রেণি কিংবা মাধ্যমিক পাশ করলে আবেদন করতে পারবেন।
পাশাপাশি, বাঁকুড়া জেলার ৭ টি Intregrated School-এ রয়েছে শূন্যপদ। সেগুলি হল- রানিবাঁধ, কাঁঠালিয়া, ঢেকিকাটা, ব্রাহ্মণডিহা, সিমলাপাল, জয়পুর, ডুমুরতোড়ের Intregrated School।
শিক্ষাগত যোগ্যতা: শিক্ষক ও শিক্ষিকা পদের জন্য উচ্চ মাধ্যমিক পাশ বা স্নাতক এবং বিএড বা ডিএলএড প্রশিক্ষণ থাকতে হবে। গ্রূপ সি পদের ক্ষেত্রে শুধু উচ্চ মাধ্যমিক পাশ করলে আবেদন করা যাবে সঙ্গে কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে। গ্রূপ ডি’র ক্ষেত্রে অষ্টম শ্রেণি কিংবা মাধ্যমিক পাশ করলে আবেদন করতে পারবেন।
প্রতিটি ক্ষেত্রেই আবেদনকারীর বয়স সর্বাধিক ৬৪ বছরের নিচে হতে হবে। কোনো আবেদন পত্র জমা করতে হবে না শুধু ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।
প্রসঙ্গত উল্লেখ্য, উপরে উল্লিখিত সমস্ত পদে আবেদন করতে পারবেন যারা শুধুমাত্র সরকারি চাকরিতে অবসরপ্রাপ্ত, কিংবা অবসরপ্রাপ্ত প্রাইমারি শিক্ষক, অথবা অন্যান্য যে কোনো সরকার অনুমোদন প্রাপ্ত সংস্থার রিটায়ার্ড কর্মচারীরা।
মডেল স্কুলের শিক্ষক ও অশিক্ষক পদের ইন্টারভিউ শুরু হবে আগামী ১০ জানুয়ারি সকাল ১১ টা থেকে। পাশাপাশি, Integrated School-এর শিক্ষক ও অশিক্ষক পদের ইন্টারভিউ শুরু হবে আগামী ১১ জানুয়ারি সকাল ১১ টা থেকে। দু’তো ইন্টারভিউই সম্পন্ন হবে বাঁকুড়ার RTC Hall-এ।