নির্বাচনের মুখে বিপাকে তৃণমূল, সারদাকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য মদন মিত্রকে নোটিশ ED-র

বাংলাহান্ট ডেস্কঃ সারদাকাণ্ডে (saradha) ইডি-র (ED) তলব কামারহাটি আসনে তৃণমূল প্রার্থী মদন মিত্রকে (madan mitra)। নির্বাচনের মুখেই বাংলার শাসক দলের অন্যতম এক প্রধান নেতৃত্বকে নোটিশ পাঠাল ইডি। গত ২০১৪ সালের ১২ ডিসেম্বর সারদাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ২২ মাস জেলে কাটান তিনি। তারপর ১৫ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে ২০১৬ সালে সেপ্টেম্বর মাসে মুক্তি পেয়েছিলেন।

madannn 759

   

নির্বাচনের পূর্বেই সারদাকাণ্ডের ২ হাজার ৪৫৯ কোটি টাকার আর্থিক তছরুপের মামলায় জিজ্ঞাসাবাদের কারণে ১৮ ই মার্চ আবারও মদন মিত্রকে নোটিশ পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সিজিও কমপ্লেক্সে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে মদন মিত্রকে।

প্রসঙ্গত জানিয়ে রাখি, গত সোমবারই এই সারদাকাণ্ডের জিজ্ঞাসাবাদের জন্য তৃণমূল নেতা কুণাল ঘোষকে সিজিও কমপ্লেক্সে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিল ইডি। জিজ্ঞাসাবাদ শেষে সেখান থেকে বেরিয়ে তিনি জানিয়েছিলেন- সারদা চিটফান্ড সংস্থা থেকে পাওয়া সমস্ত টাকাই তিনি ফেরত দিতে চান।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর