বাংলা হান্ট ডেস্ক: এবার একটি বড় খবর সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এবার রাজ্যের (West Bengal) একটি সরকারি সংস্থায় কর্মী নিয়োগ করা হচ্ছে। ইতিমধ্যেই এই প্রসঙ্গে পশ্চিমবঙ্গ রাজ্য বিদুৎ সরবরাহ সংস্থা (West Bengal State Electricity Transmission Company)-র তরফে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বর্তমান প্রতিবেদনে এই নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।
কোন পদে করা হবে নিয়োগ: প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে যে, ওই সংস্থার সিকিউরিটি বিভাগের স্পেশাল অফিসার পদে কর্মী নিয়োগ করা হবে।
মোট শূন্যপদের সংখ্যা: এক্ষেত্রে মোট শূন্যপদের সংখ্যা হল ২। পাশাপাশি, নিযুক্তদের কলকাতা এবং শিলিগুড়ির অফিসে কাজ করতে হবে বলেও জানা গিয়েছে।
বয়স: আবেদনকারীদের বয়স ৬০ থেকে ৬৩ বছরের মধ্যে হতে হবে।
বেতন: এক্ষেত্রে বেতনের পরিমাণ হবে মাসিক ৫০,০০০ টাকা।
প্রয়োজনীয় শর্ত: মূলত, সুপারিন্টেন্ডেন্ট অফ পুলিশ পদে অবসর গ্রহণ করেছেন, এমন প্রার্থীদের আবেদন এই নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে গ্রহণ করা হবে। পাশাপাশি, আবেদনকারীদের অফিসার ইন চার্জ এবং ইন্সপেক্টর ইন চার্জের মতো পদে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
আরও পড়ুন: ছিলেন ধনকুবের! অথচ আজ রাস্তায় খাবার বিক্রি করে পেট চালাচ্ছেন এই বিজনেস টাইকুন, পরিচয় চমকে দেবে
কিভাবে করবেন আবেদন: এক্ষেত্রে আবেদনে ইচ্ছুক প্রার্থীদের ডাকযোগে আবেদন করতে হবে। এমতাবস্থায়, আবেদন জানানোর জন্য সংস্থার ওয়েবসাইটের “কেরিয়ার” বিভাগের বিজ্ঞপ্তিটি অবশ্যই দেখে নিতে হবে। এছাড়াও, বিজ্ঞপ্তিতে উল্লিখিত ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্যান্য নথি বিদ্যুৎ ভবনের ঠিকানায় পাঠাতে হবে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, মোট এক বছর চুক্তির ভিত্তিতে নিযুক্তদের সংশ্লিষ্ট পদে কাজ করতে হবে।
নিয়োগ প্রক্রিয়া: মূলত, ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করে নেওয়া হবে। মনোনীত প্রার্থীদের ইন্টারভিউয়ের দিনক্ষণ জানিয়ে দেওয়া হবে।
গুরুত্বপূর্ণ তারিখ: ইতিমধ্যে এই পদে আবেদনের ক্ষেত্রে গত ১১ অক্টোবর থেকে আবেদন গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। পাশাপাশি, আগামী ৮ নভেম্বর, ২০২৩ বিকেল পাঁচটার আগে পর্যন্ত আবেদন পাঠানো যাবে।