চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! এবার এই কেন্দ্রীয় সংস্থায় কর্মী নিয়োগের জন্য জারি বিজ্ঞপ্তি, এভাবে করুন আবেদন

বাংলা হান্ট ডেস্ক: চাকরিপ্রার্থীদের জন্য এবার একটি বড় সুসংবাদ সামনে এসেছে। মূলত, এবার একটি কেন্দ্রীয় সংস্থায় বিপুল পদে চলছে কর্মী নিয়োগ (Recruitment)। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড (SAIL)-এ কর্মী নিয়োগের জন্য ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এমতাবস্থায়, দেশজুড়ে সংশ্লিষ্ট সংস্থার বিভিন্ন স্টিল প্ল্যান্ট এবং খনিতে কাজের সুযোগ মিলবে। বর্তমান প্রতিবেদনে আজ আমরা এই নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি।

কেন্দ্রীয় সংস্থায় চাকরির (Recruitment) সুযোগ:

কোন পদে করা হবে নিয়োগ: প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে যে, সংশ্লিষ্ট সংস্থায় ম্যানেজমেন্ট ট্রেনি (টেকনিক্যাল) বা শিক্ষানবিশ পদে নিয়োগ (Recruitment) করা হবে কর্মীদের।

মোট শূন্যপদের সংখ্যা: জানিয়ে রাখি যে, ই-১ গ্রেডের এই পদমর্যাদায় মোট শূন্যপদের সংখ্যা হল ২৪৯। এদিকে, সংশ্লিষ্ট পদে নিযুক্তদের (Recruitment) প্রথমে এক বছরে প্রশিক্ষণ দেওয়া হবে বলেও জানা গিয়েছে। পাশাপাশি, প্রশিক্ষণ যথাযথ ভাবে শেষ হওয়ার পর আরও এক বছর “অ্যাসিসট্যান্ট ম্যানেজার” পদে প্রবেশনে রাখা হবে।

বয়স: এক্ষেত্রে আবেদনে ইচ্ছুক প্রার্থীদের বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে। তবে সংরক্ষিতদের জন্য বয়সের ক্ষেত্রে কিছুটা ছাড় থাকবে। (Recruitment)

Notification issued for the recruitment of staff in this central organization.

বেতনের পরিমাণ: প্রসঙ্গত উল্লেখ্য, ম্যানেজমেন্ট ট্রেনি (টেকনিক্যাল) পদে নিযুক্তদের বেতন হবে মাসিক ৫০,০০০-১,৬০,০০০ টাকা। তবে, পদোন্নতি ঘটলে বেতনক্রমের পরিমাণ বৃদ্ধি পেয়ে হবে প্রতি মাসে ৬০,০০০-১,৮০,০০০ টাকা। এর পাশাপাশি মিলবে অন্যান্য সুযোগ-সুবিধাও।

শিক্ষাগত যোগ্যতা: এই পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই একটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কেমিক্যাল, সিভিল, কম্পিউটার, ইন্সট্রুমেন্টেশন, ইলেক্ট্রিক্যাল, ইলেক্ট্রনিক্স, মেকানিক্যাল এবং মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং বা এই সম্পর্কিত বিষয়ে স্নাতকে ন্যূনতম ৬৫ শতাংশ নম্বর থাকতে হবে। এর পাশাপাশি প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়গুলিতে চলতি বছরে গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউড টেস্ট ইন ইঞ্জিনিয়ারিং বা গেট দিতে হবে। এগুলি ছাড়াও রয়েছে নির্দিষ্ট শারীরিক পরিমাপের মাপকাঠি।

আরও পড়ুন: সামনে এল হিন্ডেনবার্গের কান্ডকারখানা! আদানিকে ফাঁসাতে হয়েছিল আন্তর্জাতিক ষড়যন্ত্র, ঠিক কি ঘটেছিল?

নিয়োগ পদ্ধতি: জানিয়ে রাখি, সংশ্লিষ্ট পদে নিয়োগের ক্ষেত্রে আবেদনকারীদের প্রাথমিক পর্যায়ে গেট-এ প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে। বাছাই প্রক্রিয়ার পর প্রার্থীদের গ্রুপ ডিসকাশন (জিডি) এবং ইন্টারভিউয়ের জন্য ডেকে নেওয়া হবে। তারপরে গেট-এ প্রাপ্ত নম্বর এবং জিডি ও ইন্টারভিউয়ের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে চূড়ান্ত মেধা তালিকা প্রস্তুত করা হবে বলেও জানা গিয়েছে।

কিভাবে করবেন আবেদন: আবেদনে ইচ্ছুক প্রার্থীদের সংশ্লিষ্ট সংস্থার ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।

আরও পড়ুন: সাইড প্লিজ! এবারে এন্ট্রি নিচ্ছে ভারতের নিজস্ব ট্যাঙ্ক “জোরাভার”, থরথর করে কাঁপবে চিন

আবেদন মূল্য: সংরক্ষিত এবং অসংরক্ষিত শ্রেণিভুক্তদের আবেদন মূল্য বাবদ যথাক্রমে ২০০ এবং ৭০০ টাকা দিতে হবে।

আবেদনের শেষ তারিখ: এই পদে আবেদনের ক্ষেত্রে শেষ তারিখ হল আগামী ২৫ জুলাই, ২০২৪।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর