বাংলাহান্ট ডেস্কঃ আরো একবার সমস্যায় জেরবার ফেসবুক। ব্রিটেন, আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশে নিউজ ফিড এবং নোটিফিকেশনে বেশ কিছু সমস্যা তৈরি হয়েছে। যে কারনে দেখা যাচ্ছে না নিউজ ফিড। বারবার রিফ্রেস করা সত্ত্বেও আসছে না নিউস ফিড। যার জেরে #FacebookDown #FacebookHacked #Facebook notifications down? নানা হ্যাশ ট্যাগে জমা পড়েছে অভিযোগ।
@Facebook where did all my notifications go??🤷♂️🤷♂️😡 #facebook #notifications pic.twitter.com/eD8BlQZiRA
— Niko (@nikopalermo2) January 25, 2020
দ্য সান এর রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘন্টা ধরে বিশ্বের বিভিন্ন প্রান্তের ফেসবুক ব্যবহার কারীরা এই সমস্যার সম্মুখীন হয়েছেন। নোটিফিকেশনে ক্লিক করলে স্ক্রিন হয়ে যাচ্ছে সাদা। আসছে না কোনো নিউজ ফিড ও। বারাবার ট্রাই অ্যাগেন দেখাচ্ছে। নেটিজেনরা এই বিষয়ে অন্য সোস্যাল সাইটে অভিযোগ জানালে তারা নেটিজেনদের ধন্যবাদ জানিয়েছে। একই সাথে ফেসবুক কর্তৃপক্ষ ব্যাপারটিকে সমাধান করবার চেষ্টা করছেন।
এশিয়ার কিছু অংশেও ইউজাররা এই সমস্যার মুখে পড়লেও ভারতে এই সমস্যা তেমন ভাবে হয়নি। এর আগেও ফেসবুকে কভার ফটো আপলোড করা নিয়ে সমস্যা দেখা দিয়েছিল, কাভার ফটো আপলোড করলে তা কারো হোম পেজে যাচ্ছিল না।
প্রসঙ্গত এর আগেও বেশ কয়েকটি বিতর্কে জড়িয়েছে ফেসবুক, ২০১১ সালের নভেম্বরে, ভারতের ব্যাঙ্গালোরের অনেকগুলো ফেসবুক ব্যবহারকারি জানায় যে তাদের একাউন্ট হ্যাক করা হয়েছে এবং তাদের প্রোফাইল ছবি অশ্লীল ছবি দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। এক সপ্তাহের বেশি সময় ধরে ব্যবহারকারিদের নিউজ ফিড অশ্লীল, হিংস্র ও যৌনতা ভিত্তিক বিষয়বস্তু দ্বারা স্প্যাম প্লাবিত হয় এবং প্রতিবেদনে বলা হয় ২০০,০০০ বেশি একাউন্ট এতে ক্ষতিগ্রস্থ হয়েছে। ফেসবুক এই প্রতিবেদনকে অসত্য বলে বর্ণনা করে এবং ব্যাঙ্গালোরের পুলিশ বিষয়টি পরিদর্শন করে মন্তব্য করেন যে হয়ত এটি ফেসবুকের প্রতিযোগীদের কোন গুজব হতে পারে।২০১৮ সালের সেপ্টেম্বরে প্রায় পাঁচ কোটি ফেসবুক ব্যবহারকারীর তথ্য চুরি করা হয়। হামলাকারীরা ফেসবুকের “ভিউ এজ” ফিচারটি ব্যবহার করে হামলা করে। এই তথ্য চুরির পর ফেসবুকের শেয়ার ৩ শতাংশ কমে যায়।