বাংলা হান্ট ডেস্ক: এবার একটি বড় খবর সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, তাইয়ানের রাজধানী শহর তাইপেইতে (Taipei) শ্রমিকের ঘাটতি মেটানোর লক্ষ্যে ভারতীয় পরিযায়ী শ্রমিকদের নিয়ে আসার জন্য গত শুক্রবার ভারত (India) এবং তাইওয়ান (Taiwan) একটি চুক্তি স্বাক্ষর করেছে। এর মাধ্যমে বিদেশি শ্রমিকদের জন্য পূর্ব এশিয়ার দেশগুলির প্রতি তাইওয়ানের নির্ভরতা অনেকটা কমে যাবে।
এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ইতিমধ্যেই সেমিকন্ডাক্টর উৎপাদনের জন্য পরিচিত তাইওয়ানে বয়স্ক জনসংখ্যা (Ageing Population) রয়েছে এবং বর্তমানে ওই দেশ ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, ফিলিপিন্স এবং থাইল্যান্ডের মতো দক্ষিণ-পূর্ব এশিয় দেশগুলির পরিযায়ী শ্রমিকদের ওপর নির্ভর করে। ওই শ্রমিকদের প্রাথমিকভাবে উৎপাদনে বা বয়স্কদের যত্ন নেওয়ার ক্ষেত্রে নিযুক্ত করা হয়।
এমতাবস্থায়, তাইওয়ানের শ্রম মন্ত্রক জানিয়েছে, ইতিমধ্যেই এই বিষয়ে তাইপেই এবং দিল্লির মধ্যে মৌ স্বাক্ষরিত হয়েছে। যদিও, এক্ষেত্রে বিষয়টি বাস্তবায়নের জন্য সুনির্দিষ্ট বিবরণ এখনও তৈরি করা দরকার। পাশাপাশি, সংশ্লিষ্ট মন্ত্রক এটাও স্বীকার করেছে যে তাইওয়ানের উৎপাদন, নির্মাণ, কৃষি এবং অন্যান্য শিল্পে শ্রমিকদের চাহিদা ধারাবাহিকভাবে বাড়ছে এবং দেশটি নিজেরা এই চাহিদা মেটাতে অক্ষম।
আরও পড়ুন: চিনা গবেষকদের কারনামায় থরথর করে কাঁপবে বিশ্ব! তৈরি হল “Microwave Weapon”, হবে বড় ধামাকা
মন্ত্রক বলেছে, “ভারতীয় শ্রমের মান স্থিতিশীল। তাঁরা কঠোর পরিশ্রমী এবং তাঁদের ভালোভাবে বিবেচনা করা হয়।” তাইওয়ানের শ্রম মন্ত্রকের মতে, প্রাথমিকভাবে এই বিষয়ে একটি ছোট আকারের পাইলট প্রোগ্রাম চালু করা হবে এবং এতে সফল হলে, আরও বেশি ভারতীয় শ্রমিককে তাইওয়ানে প্রবেশের অনুমতি দেওয়া হবে। তবে, শ্রমিকের সংখ্যা নির্দিষ্টভাবে এখনও নির্ধারণ করা হয়নি।
আরও পড়ুন: “হ্যাকারদের দ্রোণাচার্য”! একা হাতে সামলেছেন বড় বড় সাইবার অ্যাটাক, মাত্র ২ বছরেই কামিয়েছেন ৮০০ কোটি
উল্লেখ্য যে, যদিও তাইওয়ানের সাথে ভারতের প্রত্যক্ষ কূটনৈতিক সম্পর্ক নেই, তবে একটি শক্তিশালী ব্যবসায়িক সম্পর্ক রয়েছে। ভারত সক্রিয়ভাবে তাইওয়ানের প্রযুক্তি কোম্পানিগুলিকে ভারতে বিনিয়োগ এবং উৎপাদন করার বিষয়ে উৎসাহিত করে। পাশাপাশি, এই পদক্ষেপটি চিনের সাথে ভারতের উত্তেজনাপূর্ণ সম্পর্কের দ্বারাও প্রভাবিত হয়েছে।