বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে দিন যত এগোচ্ছে ততই পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছে সোশ্যাল মিডিয়া (Social Media) ব্যবহারকারীর সংখ্যা। তবে, এবার ব্যবহারকারীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ফেসবুক (Facebook) এবং ইনস্টাগ্রাম (Instagram) ব্যবহার করার জন্য, ইউরোপিয় ইউনয়নের (EU) ব্যবহারকারীদের প্রতি মাসে মেটাকে ১৪ ডলার অর্থাৎ প্রায় ১,৬৬৫ টাকা দিতে হতে পারে।
পাশাপাশি, আরও জানা গিয়েছে যে, ওই সংস্থাটি EU-এর জন্য একটি নতুন প্ল্যান তৈরি করেছে। এই প্ল্যানের অধীনে, ব্যবহারকারীরা ফেসবুক এবং ইনস্টাগ্রামে বিজ্ঞাপন দেখতে পাবেন না। অর্থাৎ, সামগ্রিকভাবে আপনি এটিকে Ads ফ্রি সাবস্ক্রিপশন প্ল্যানও বলতে পারেন। WSJ রিপোর্ট অনুসারে, সংস্থাটি আয়ারল্যান্ড এবং ব্রাসেলসের ডিজিটাল প্রতিযোগিতা নিয়ন্ত্রকদের পাশাপাশি ইউরোপিয় ইউনিয়নের গোপনীয়তা নিয়ন্ত্রকদের সাথে এই নতুন পরিকল্পনা ভাগ করেছে।
অ্যাডিশনাল অ্যাকাউন্টের জন্য আরও অর্থের প্রয়োজন হবে: এদিকে, WSJ রিপোর্ট অনুসারে আরও জানা গিয়েছে যে, মেটা ইউরোপিয় ব্যবহারকারীদের কাছ থেকে ডেস্কটপে ফেসবুক বা ইনস্টাগ্রামের মাসিক সাবস্ক্রিপশনের জন্য প্রায় ১০ ইউরো বা ১০.৪৬ ডলার চার্জ করার পরিকল্পনা করেছে। যেটিতে প্রতিটি অ্যাডিশনাল অ্যাকাউন্টের জন্য প্রায় ৬ ইউরো যুক্ত করা হবে। অর্থাৎ, অ্যাডিশনাল অ্যাকাউন্টের জন্য আলাদা চার্জ দিতে হবে। জানা গিয়েছে যে, মোবাইল ডিভাইসের জন্য সাবস্ক্রিপশন চার্জ প্রতি মাসে প্রায় ১৩ ইউরো পর্যন্ত হতে পারে। কারণ, মেটা ইন-অ্যাপ অর্থ প্রদানের ক্ষেত্রে Apple এবং Google-এর অ্যাপ স্টোরগুলি দ্বারা চার্জ করা কমিশন অন্তর্ভুক্ত করবে।
আরও পড়ুন: আর নেই সময়! এবার এই ব্যক্তিদের স্যারেন্ডার করতে হবে রেশন কার্ড, নাহলেই পড়বেন বিপদে
কেন সংস্থাটি Ads ফ্রি সাবস্ক্রিপশন আনছে: এই প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ার অন্যতম বৃহত্তম সংস্থা মেটা রেগুলেটর্সদের জানিয়েছে যে, তারা ইউরোপিয় ব্যবহারকারীদের জন্য আগামী মাসে একটি Ads ফ্রি সাবস্ক্রিপশন (SNA) প্ল্যান চালু করার পরিকল্পনা করছে। যেখানে ব্যবহারকারীদের ফেসবুক এবং ইনস্টাগ্রামের পার্সোনালাইজড Ads অথবা কোনো Ads ছাড়াই এই প্ল্যাটফর্মের অ্যাক্সেস প্রদান করা হবে।
সংস্থাটি এই পরিকল্পনা নিয়ে এসেছে কারণ ইউরোপিয় ইউনিয়ন মেটাকে পরামর্শ দিয়েছে ব্যবহারকারীদের সম্মতি ছাড়া বিজ্ঞাপন দিয়ে টার্গেট না করতে। পাশাপাশি, সংস্থাটি যদি এমন করে তাহলে মেটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থাও নিতে পারে ইউরোপিয় ইউনিয়ন। আর এই বিষয়টি এড়াতেই মেটা নতুন পরিকল্পনা নিয়ে আসছে। তবে বর্তমানে এটা স্পষ্ট হয়নি যে, আয়ারল্যান্ড কিংবা ব্রাসেলসের রেগুলেটর্সরা EU-র নিয়মের সাথে সঙ্গতি রেখে মেটার নতুন SNA পরিকল্পনাটি পাবে কি না।