আগুনে ঘি! স্ট্যালিনের পর এবার কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রীর সন্তান ধর্ম নিয়ে করা মন্তব্যে তুঙ্গে বিতর্ক

বাংলা হান্ট ডেস্কঃ তামিলনাড়ুর মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী এম কে স্টালিনের ছেলে উদয়নিধি স্টালিনের সনাতন ধর্ম নিয়ে করা মন্তব্য নিয়ে বিতর্ক এখনও থামেনি এবং এরই মধ্যে আরও অনেক নেতাও এই বিষয়ে বিবৃতি দিয়ে বিতর্ক উস্কে দিলেন। মল্লিকার্জুন খারগের ছেলে তথা কর্ণাটক সরকারের মন্ত্রী প্রিয়াঙ্ক খারগের পর এখন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বর হিন্দু ধর্মের উৎপত্তি নিয়ে প্রশ্ন তুলেছেন। এছাড়াও তিনি বিভিন্ন ধর্ম নিয়ে আরও অনেক মন্তব্য করেছেন।

কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী কী বললেন? পরমেশ্বর বলেন, “প্রশ্ন হল, হিন্দু ধর্মের উৎপত্তি কোথায় এবং কে সৃষ্টি করেছেন? পৃথিবীর ইতিহাসে অনেক ধর্মের উৎপত্তি হয়েছে। জৈন ও বৌদ্ধ ধর্মের উৎপত্তি এখানে। হিন্দু ধর্মের উৎপত্তি কবে, এটি এখনও একটি প্রশ্ন।”

গতকাল শিক্ষক দিবস উদযাপনের সময় পরমেশ্বর এই মন্তব্য করেছেন বলে জানা গিয়েছে। তিনি বলেন, আমাদের দেশে জৈন ও বৌদ্ধ ধর্মের ইতিহাস রয়েছে। ইসলাম ও খ্রিস্টান ধর্ম আমাদের দেশে এসেছে বাইরে থেকে। সমস্ত ধর্মের একটিই অর্থ আছে এবং তা হল মানবজাতির জন্য মঙ্গল।

উদয়নিধি স্ট্যালিন-প্রিয়াঙ্ক খরগে বিতর্কিত বক্তব্য দিয়েছেনঃ উল্লেখ্য, এর আগে উদয়নিধি স্ট্যালিনের বিরুদ্ধে শনিবার তামিলনাড়ুতে একটি অনুষ্ঠান চলাকালীন সনাতন ধর্মকে নির্মূল করার জন্য একটি বিবৃতি দেওয়ার অভিযোগ আনা হয়েছিল। উদয়নিধি সনাতনকে ডেঙ্গু এবং ম্যালেরিয়ার মতো রোগের সঙ্গে তুলনা করেছিলেন। তাঁর মন্তব্য জাতীয় রাজনীতিতে ঝড় তুলে দিয়েছে। এদিকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খারগের ছেলে প্রিয়াঙ্ক খারগে স্ট্যালিনের ছেলের বিতর্কিত মন্তব্যকে সমর্থন করেন। এরপর এদের দুজনের বিরুদ্ধে উত্তর প্রদেশের রামপুরের একটি আদালতে মামলাও দায়ের করা হয়েছে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর