বাংলা হান্ট ডেস্কঃ ভারতীয়দের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথি হল আধার কার্ড (Aadhaar Card)। ব্যাঙ্ক সহ অন্যান্য যে কোন আর্থিক প্রতিষ্ঠানের জন্য আধার কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ কেওয়াইসি ছাড়া কোনও রকম অফিসিয়াল কাজ সম্পন্ন হয় না। আর কেওয়াইসির জন্য প্রধানমন্ত্রী হলো আধার কার্ড।
সূত্রের খবর, সম্প্রতি ব্যাঙ্ক এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের জন্য কেওয়াইসি প্রক্রিয়াটি এখন আরও সহজ করে দিল কেন্দ্র। এখন থেকে আধার ওটিপি যাচাইকরণের মাধ্যমেই সম্পূর্ণ হবে কেওয়াইসি প্রক্রিয়া। ফলে আর আলাদা করে কোনও নথি জমা দেওয়া বা শাখায় গিয়ে যাচাই করার প্রয়োজন পড়বে না।
ঘরে বসেই আধার (Aadhaar Card) আপডেট
আগে আধারে (Aadhaar Card) কোনও তথ্য পরিবর্তন করতে হলে আধার পরিষেবা কেন্দ্রে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়াতে হত। কিন্তু এখন আর সেই ঝামেলা নেই। নতুন ব্যবস্থায় নাম, ঠিকানা, জন্ম তারিখ কিংবা মোবাইল নম্বর, সবই আপডেট করা যাবে ঘরে বসে অনলাইনে। এমনকি বাড়িতে কম্পিউটার না থাকলেও মোবাইল ফোন দিয়েই সম্পূর্ণ করা যাবে পুরো প্রক্রিয়াটি। আসুন জেনে নিন কিভাবে ঘরে বসে আপনার আধার কার্ডটি আপডেট করবেন।
ঘরে বসে আধার কার্ড আপডেট করতে গেলে কি করতে হবে?
অনলাইনে আপডেট করতে হলে প্রথমে যেতে হবে UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইটে। ওয়েবসাইট টি হল – https://uidai.gov.in/hi/my-aadhaar-hi/update-your-aadhaar-hi.html। এই ওয়েবসাইটে গিয়ে ব্যক্তিগত তথ্য যাচাই করতে হবে সরকারি নথির মাধ্যমে, যেমন প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স অথবা রেশন কার্ড। UIDAI জানিয়েছে, এই প্রক্রিয়াটি দ্রুত, নিরাপদ এবং পুরোপুরি ডিজিটাল।
নতুন ফি কাঠামো ঘোষণা
আধার (Aadhaar Card) আপডেটের জন্য নতুন ফি কাঠামোও প্রকাশ করেছে UIDAI।
- আধার কার্ড আপডেট করার ফি: ৭৫ টাকা
- ফিঙ্গারপ্রিন্ট, আইরিস স্ক্যান বা ছবি করার জন্য আপডেট ফি: ১২৫ টাকা
- ১৪ জুন, ২০২৬ পর্যন্ত অনলাইন ডকুমেন্ট আপডেট সম্পূর্ণ বিনামূল্যে
- ১৫ জুন, ২০২৬ থেকে পরিষেবা কেন্দ্রে আপডেটের ফি: ৭৫ টাকা
- আধার কার্ডের নতুন কপি বানাতে ফি: ৪০ টাকা
- হোম সার্ভিস নিলে প্রথম ব্যক্তির জন্য ফি: ৭০০ টাকা
- একই ঠিকানায় অতিরিক্ত ব্যক্তির জন্য ফি: ৩৫০ টাকা
এছাড়াও ৫ থেকে ৭ বছর ও ১৫ থেকে ১৭ বছর বয়সীদের জন্য বায়োমেট্রিক আপডেট বিনামূল্যে থাকবে।
প্যান ও আধার লিঙ্ক বাধ্যতামূলক
সরকার স্পষ্ট জানিয়েছে, প্যান কার্ডধারীদের জন্য প্যান ও আধার লিঙ্ক করা এখন বাধ্যতামূলক। এই কাজ সম্পূর্ণ করার শেষ সময় ৩১ ডিসেম্বর, ২০২৫। এর পরেও যদি কেউ লিঙ্ক না করেন, তবে তাঁর প্যান কার্ড ১ জানুয়ারি, ২০২৬ থেকে নিষ্ক্রিয় হয়ে যাবে এবং কোনও আর্থিক বা কর-সম্পর্কিত কাজে তা ব্যবহার করা যাবে না। এছাড়া, নতুন প্যান কার্ডের আবেদন করার সময়ও আধার যাচাইকরণ আবশ্যিক করা হয়েছে।

আরও পড়ুনঃ SIR-এর আগে বুথে ‘এজেন্ট সংকট’! একে বিজেপি, তারপর সিপিএম, কততে তৃণমূল? চিন্তা বাড়ল কমিশনের
এখন ব্যাঙ্ক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে KYC সম্পন্ন করা যাবে শুধুমাত্র আধার(Aadhaar Card) ওটিপি যাচাইকরণের মাধ্যমে। অর্থাৎ, আর আলাদা নথি জমা দেওয়া বা শাখায় যাওয়ার প্রয়োজন নেই। UIDAI ও সরকারের দাবি, এই নতুন ডিজিটাল প্রক্রিয়ায় নাগরিকদের সময় বাঁচবে এবং আর্থিক লেনদেন হবে আরও সহজ ও দ্রুত।













