এবার ভারতের প্রশংসায় পঞ্চমুখ পাকিস্তানের “মুকেশ আম্বানি”! এই কারণে ধুয়ে দিলেন নিজের দেশের সরকারকে

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে পাকিস্তানের (Pakistan) সঙ্কটের বিষয়টি আর কারোর কাছেই গোপন নেই। যত দিন এগোচ্ছে ততই আরও সঙ্কটের সম্মুখীন হচ্ছে ওই দেশটি। এমনিতেই, IMF-এর নতুন ঋণ দেওয়ার সময়সীমা শেষ হতে চলেছে। এমতাবস্থায়, এই শোচনীয় পরিস্থিতির সম্মুখীন হয়ে পাকিস্তানিরা এবার ভারতকে স্মরণ করতে শুরু করেছে। শুধু তাই নয়, পাকিস্তানের “মুকেশ আম্বানি” হিসেবে বিবেচিত সেই দেশের সবচেয়ে ধনী ব্যক্তি জানিয়েছেন যে, এই সঙ্কটের সময়ে একমাত্র ভারতই সাহায্য করতে পারে।

মূলত, পাকিস্তানের শ্রেষ্ঠ ধনকুবের মিয়া মোহাম্মদ মানশা ভারতের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। পাশাপাশি পাকিস্তান সরকারকে প্রতিবেশী দেশগুলির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার পরামর্শও দিয়েছেন তিনি। মিয়া মোহাম্মদ মানশা জানিয়েছেন, পাকিস্তানের উচিত ভারতের সাহায্য নেওয়া এবং তার সঙ্গে আবার বাণিজ্য শুরু করা। অন্যথায় পরিস্থিতি আরও খারাপ হতে পারে।

পাকিস্তানের সবচেয়ে বড় ব্যবসায়ী গ্রুপ “নিশাত গ্রুপ”-এর চেয়ারম্যান মিয়া মোহাম্মদ মানশা “দ্য ডন”-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, “আমাদের দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে হলে কঠিন সিদ্ধান্ত নিতে হবে। আমাদের মৌলিক সমস্যাগুলিকে সমাধান করতে হবে।”

চিন ভারতের সাথে ব্যবসা করতে পারে, আমরা কেন পারব না: পাশাপাশি, তিনি আরও বলেছেন, “সীমান্তে বিরোধ সত্বেও ভারত ও চিনের মধ্যে বাণিজ্য চলছে। তাহলে আমরা কেন এটা করতে পারি না? ভারতের সঙ্গে ব্যবসা করে পাকিস্তানের জন্য অনেক সুযোগ খুলে যাবে।” তাঁর মতে, “প্রতিবেশী দেশগুলির সঙ্গে সুসম্পর্কের চেয়ে ভালো কিছু হতে পারে না। কারণ প্রতিবেশী পরিবর্তন করা যায় না। প্রতিবেশীদের সঙ্গে আমাদের বিরোধ মিটিয়ে নিতে হবে।”

করেন ভারতের প্রশংসা: এদিকে, সেদেশের শ্রেষ্ঠ ধনকুবের ভারতের প্রশংসাও করেছেন। তিনি বলেন, বৈদেশিক মুদ্রার ভান্ডার পূরণ করতে গেলে বিদেশি বিনিয়োগকে আকৃষ্ট করতে হবে। ভারত ঠিক তাই করছে। তিনি বলেন, পাকিস্তানের তুলনায় ভারত ১৯৯১ সালেই IMF-এর কর্মসূচির সাহায্য নিয়েছে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। আরও বিদেশি কোম্পানি ভারতে আসছে। কারণ ভারত বিনিয়োগকারীদের জন্য একটি ভালো পরিবেশ তৈরি করেছে। অন্যদিকে পাকিস্তানে আইনশৃঙ্খলা না থাকায় বিদেশি বিনিয়োগকারীরা পাকিস্তান থেকে চলে যাচ্ছেন।

বাণিজ্য বন্ধের কারণে পাকিস্তান বড় ক্ষতির সম্মুখীন হচ্ছে: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য বন্ধ রয়েছে। UN Comtrade-এর মতে, যেখানে দুই দেশের মধ্যে ২০১১ সালে ১৬৭ কোটি ডলারের বাণিজ্য ছিল, সেটি ২০২০ সালে মাত্র ২৮ কোটি ডলারে নেমে এসেছে। মিয়া মোহাম্মদ মানশা ঠিক এই আবহেই ভারতের সঙ্গে সুসম্পর্ক স্থাপনের কথা বলেছেন। এদিকে, গত বছর তিনি এটাও দাবি করেছিলেন যে, ভারত ও পাকিস্তানের মধ্যে পর্দার আড়ালে আলোচনা চলছে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর