এবার RSS পোষিত সংগঠন “সেবা ভারতী”-র কাছ থেকে “সেবা রত্ন” পুরস্কার পেলেন রতন টাটা

বাংলা হান্ট ডেস্ক: বর্তমানে আমাদের দেশের অন্যতম প্রবীণ শিল্পপতি রতন টাটা (Ratan Tata) প্রায়শই তাঁর একাধিক জনহিতকর কর্মকান্ডের জন্য খবরের শিরোনামে উঠে আসেন। পাশাপাশি, দেশের যুবক-যুবতীদের বিভিন্ন স্টার্টআপ তথা উদ্যোগের প্রতিও সাহায্যের হাত বাড়িয়ে দেন তিনি। এছাড়াও, বিভিন্ন জনসেবামূলক কাজেও তিনি অর্থদান করেন। এমতাবস্থায়, এই প্রবীণ ধনকুবেরের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

তবে, এবার একাধিক জনকল্যাণমূলক কাজের স্বীকৃতি হিসেবে টাটা গোষ্ঠীর প্রাক্তন চেয়ারম্যান রতন টাটাকে “সেবা রত্ন” পুরস্কারে ভূষিত করল রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের (Rashtriya Swayamsevak Sangh, RSS) পোষিত সংগঠন “সেবা ভারতী”।

এদিকে, রতন টাটার পাশাপাশি “সেবা রত্ন” সম্মানে ভূষিত করা হয়েছে চালসানি বাবু রাজেন্দ্র প্রসাদকেও। পাশাপাশি, সমাজসেবার জন্য আরও ২৪ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এই সম্মান প্রদান করা হয়েছে বলে জানা গিয়েছে।

এই প্রসঙ্গে “সেবা ভারতী”-র তরফে এক বিবৃতির মাধ্যমে জানানো হয়েছে যে, ‘‘নিঃস্বার্থ সমাজসেবা ও সমাজ কল্যাণে বিশেষ অনুদান দেওয়ার জন্য এই সম্মান প্রদান করা হয়েছে।’’ এই পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরাখণ্ডের রাজ্যপাল তথা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল গুরমিত সিংহ। এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন যে, “সেবার মূল অর্থ সেবা ভারতীর কছ থেকে শেখা যেতে পারে। এটি এমন একটি সংস্থা যা নিঃস্বার্থতার সাথে সাদৃশ্যপূর্ণ। যার কেউ নেই তার সেবা ভারতী আছে।”

RATAN TATA 4

যদিও শুক্রবারের ওই পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে যোগ দেননি ৮৪ বছর বয়সি রতন টাটা। পাশাপাশি, উক্ত অনুষ্ঠানে তাঁর অনুপস্থিতির কারণ সম্পর্কে এখনও কিছু জানতে পারে যায়নি। তবে, জানিয়ে রাখি যে, সম্প্রতি রতন টাটাকে “পিএম কেয়ার্স ফান্ড”-এর ট্রাস্টি বা অছি সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর