এবার আরও সহজে পৌঁছে যান দিঘা! পর্যটকদের জন্য বড় সুখবর সামনে আনল রেল, এখনই নিন জেনে

Published On:

বাংলা হান্ট ডেস্ক: উইকেন্ডের ট্যুর হোক কিংবা একদিনের ছুটি, সুযোগ পেলেই ব্যাগপত্র গুছিয়ে নিয়ে দিঘার (Digha) উদ্দেশ্যে বেরিয়ে পড়েন অনেকেই। আর এইভাবেই বাঙালির অন্যতম পছন্দের ডেস্টিনেশন হল এই স্থান। এমতাবস্থায়, দিঘায় আসা পর্যটকদের সুবিধার্থে প্রায়শই একের পর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়। সেই রেশ বজায় রেখেই এবার একটি বড় আপডেট সামনে এসেছে।

মূলত, এবার পর্যটকদের জন্য বড় সুখবর নিয়ে এসেছে রেল (Indian Railways)। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এবার রেলের তরফে দিঘাগামী এক্সপ্রেস ট্রেনের কোচের সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে। আসলে যাত্রীদের ক্রমবর্ধমান ভিড় সামাল দিতে রেলের তরফে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Now reach Digha more easily with indian railways

এর পাশাপাশি আরও জানা গিয়েছে যে, দীঘা ছাড়াও উত্তরবঙ্গগামী আরও একটি এক্সপ্রেস ট্রেনের কোচ বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছে রেল। এমতাবস্থায়, ওই দু’টি ট্রেনে ইতিমধ্যেই অতিরিক্ত কোচ লাগানো হয়েছে। এদিকে, রেলের এই পদক্ষেপের মাধ্যমে দীঘা যাত্রীদের পাশাপাশি উত্তরবঙ্গের পর্যটকরাও লাভবান হলেন।

আরও পড়ুন: এবার পারলেন না রিঙ্কু! লক্ষ লক্ষ ভক্তের আশায় এভাবে ঢাললেন জল, হলেন ব্যর্থ

এই দুই ট্রেনে বাড়ছে কোচ: এই প্রসঙ্গে রেল রেল সূত্রে জানা গিয়েছে যে, মালদহ টাউন-দীঘা-মালদহ টাউন এক্সপ্রেস ট্রেনের সাধারণ কোচের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। মূলত, ওই ট্রেনটিতে একটি অতিরিক্ত সাধারত দ্বিতীয় শ্রেণির কোচ বৃদ্ধি করা হচ্ছে। শুধু তাই নয়, ওই ট্রেনটি আগামী ১ ফেব্রুয়ারি থেকে অতিরিক্ত কোচ নিয়ে চলাচল শুরু করবে বলেও খবর মিলেছে।

আরও পড়ুন: রাম মন্দিরের পর এবার রাম সেতু! ভারত-শ্রীলঙ্কার মধ্যে ২৩ কিমির “সি ব্রিজ” তৈরির পরিকল্পনা কেন্দ্রের

অপরদিকে, শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার-শিয়ালদহ তিস্তা তোর্সা এক্সপ্রেসের ক্ষেত্রে AC কোচ বৃদ্ধি করা হচ্ছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ওই ট্রেনের একটি অতিরিক্ত AC-3 টায়ার কোচ এবং একটি AC-3 টায়ার কাম AC-2 টায়ার কোচ বাড়ানো করা হয়েছে । এক্ষেত্রে, আগামী ৩১ জানুয়ারি থেকে অতিরিক্ত কোচ নিয়ে চলাচল শুরু হবে।

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর

X