এবার পারলেন না রিঙ্কু! লক্ষ লক্ষ ভক্তের আশায় এভাবে ঢাললেন জল, হলেন ব্যর্থ

বাংলা হান্ট ডেস্ক: ভারতীয় ক্রিকেটের তারকাদের মধ্যে বর্তমান সময়ে যিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তিনি হলেন রিঙ্কু সিং (Rinku Singh)। প্রায় প্রতিটি ম্যাচেই তিনি যেভাবে দাপটের সঙ্গে পারফরম্যান্স প্রদর্শন করেছেন তাতে অবাক হয়েছেন প্রত্যেকেই। শুধু তাই নয়, তাঁর বিধ্বংসী ব্যাটের ওপর ভর করে দলের ফিনিশারের ভূমিকাতেও বারংবার অবতীর্ণ হয়েছেন তিনি। এমতাবস্থায়, তিনি মাঠে নামলে ক্রিকেট প্রেমীদের বাড়তি আগ্রহ পরিলক্ষিত হয়।

এদিকে, ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের আগেই শুরু হয়েছে ভারতীয় “A” দলের খেলা। সেখানে টিম ইন্ডিয়ার খেলোয়াড়রা ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে দ্বিতীয় আনঅফিসিয়াল টেস্টে লড়াই শুরু করেছেন। আর ওই টেস্টে সুযোগ পান রিঙ্কুও। এমতাবস্থায়, প্রত্যেকের চোখ ছিল তাঁর দিকে। যদিও, এবারে তিনি সকলের আশায় জল ঢেলেছেন।

Rinku Singh failed this time

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, দ্বিতীয় আনঅফিসিয়াল টেস্টে প্রথমে ব্যাট করে প্রথম ইনিংসে মাত্র ১৫২ রান করে ইংল্যান্ড। পাশাপাশি, প্রথম ইনিংসে ভারতের হয়ে আকাশ দীপ ৪ টি ও যশ দয়াল ২ উইকেট পান। এদিকে, ভারত “A” দলের অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ ও দেবদত্ত পাড়িক্কলের ১৬২ রানের পার্টনারশিপের মাধ্যমে অনেকেটাই এগিয়ে যায় দল। অভিমন্যু করেন ৫০ রান।

আরও পড়ুন: রাম মন্দিরের পর এবার রাম সেতু! ভারত-শ্রীলঙ্কার মধ্যে ২৩ কিমির “সি ব্রিজ” তৈরির পরিকল্পনা কেন্দ্রের

পাশাপাশি, পাড়িক্কলের ব্যাট থেকে এসেছে সেঞ্চুরি। এদিকে, সেঞ্চুরি করেন সরফরাজ খানও। তবে, সেখানে ব্যর্থ হন রিঙ্কু। প্রত্যেকেই রিঙ্কুর ইনিংসের দিকে তাকিয়ে থাকলেও T20 ও ওয়ানডের বিধ্বংসী এই ব্যাটার আনঅফিসিয়াল টেস্টে বড় ব্যর্থতার সম্মুখীন হন।

আরও পড়ুন: এবার বিশ্বকে রক্ষা করবে ভারতের অস্ত্র! রপ্তানি করা হবে ব্রহ্মোস মিসাইলও, চাইছে একাধিক দেশ

সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, তিনি কোনো রান করতে পারেননি। মাত্র ৪ বল খেলে শূন্য রানে প্যাভিলিয়নে ফিরতে হয় তাঁকে। এদিকে, দীর্ঘদিন ধরেই ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে পারফর্ম করে আসা তরুণ ব্যাটার সরফরাজ খান এদিন সেঞ্চুরি উপহার দিয়েছেন। জানিয়ে রাখি যে, ঘরোয়া ক্রিকেটে মুম্বাইয়ের প্রতিনিধিত্ব করা এই খেলোয়াড় IPL-এ দিল্লি ক্যাপিটালসের সদস্য।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর