বড় ঝটকা চিনে! এবার ভারতীয় মুদ্রায় ব্যবসা করতে ইচ্ছুক শ্রীলংকা, মাথায় হাত আমেরিকারও

বাংলা হান্ট ডেস্ক : চিনা ঋণের ফাঁদে (Chinese Debt Trap) পড়ে বিপর্যস্ত বহু দেশ। আফ্রিকা থেকে শুরু করে ভারতের (India) বিভিন্ন প্রতিবেশী, সবাই পড়েছে এই একই সমস্যায়। আর সেই তালিকায় রয়েছে শ্রীলংকাও (Srilanka)। বিশেষজ্ঞদের মতে, শ্রীলংকার আর্থিক ভরাডুবির জন্য অনেকাংশে দায়ী চিন। এমতাবস্থায় শ্রীলংকা, ভারতের মুখাপেক্ষী হয়ে রয়েছে পরিস্থিতি থেকে উদ্ধার পেতে। তারইমধ্যে খবর, এবার শ্রীলংকা তাদের লেনদেনের জন্য ব্যবহার করতে করে ভারতীয় রুপি (Indian Rupee)!

বিশ্বজুড়েই ডলারের (Dollar) আধিপত্যের ওপর প্রশ্নচিহ্ন জুড়ে গিয়েছে। বহু দেশ ডলার থেকে অন্য কারেন্সিতে সরে আসতে চাইছে। সেখানে ডলারের মূখ্য প্রতিযোগী হয়ে দাঁড়িয়েছে ভারতের রুপি এবং চিনেথ ইউয়ান। এক্ষেত্রে চিনের Debt Trap Policy-এর কারণে চিনকে বিশ্বের প্রায় কোনো দেশই সেভাবে বিশ্বাস করতে না পারায় ভারতীয় রুপির কদর বেড়েছে ইন্টারন্যাশনাল মার্কেটে। বহুদেশ Nostro এবং Vostro অ্যাকাউন্টের মাধ্যমে রুপিতে নিজেদের ব্যবসা চালাচ্ছে।

রুপির সাফল্যের সেই ধারাবাহিকতা বজায় রেখে এবার  ভারতের রুপি ব্যবহারেরর ইচ্ছে প্রকাশ করেছে শ্রীলঙ্কাও। শ্রীলংকান সরকার এতদিন ভারতীয় মুদ্রার ব্যবহার করে আসলেও, এবার তা আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এমনকি, ভবিষ্যতে দুই দেশই অভিন্ন মুদ্রা চলার বিষয়টিও উড়িয়ে দিচ্ছে না কলম্বো। সেই সম্পর্কে বলতে গিয়ে প্রেসিডেন্ট রনিল বিক্রমসিঙ্ঘে (Ranil Wckremesinghe) বলেন, ‘‘ভবিষ্যতে অভিন্ন মুদ্রা হিসাবে ভারতীয় টাকা ব্যবহারের সম্ভাবনা আমরা খারিজ করে দিচ্ছি না।’’

তিনি তার বয়ানে বলেছেন, ‘‘ভারতীয় মুদ্রার অভিন্ন ব্যবহারের প্রসঙ্গে আমাদের তরফে কোনও আপত্তি নেই।’’ এদিকে চলতি মাসেই রনিল বিক্রমসিঙ্ঘে ভারত সফরে আসতে পারেন। তার আগে এমন বয়ানের কারণে বিষয়টিকে বেশ ‘তাৎপর্যপূর্ণ’ বলেই মনে করছেন অনেকে। তবে এই প্রথম নয়, এর আগে সেদেশের বিদেশমন্ত্রীও ডলার কমিয়ে ভারতীয় মুদ্রার ব্যবহার বাড়ানোর প্রসঙ্গ তুলেছিলেন।

modi sri lanka president ranil wickremesinghe 1686977193939 1686977201591

আসলে যেখানে চিন বিভিন্ন দেশকে ঋণের ফাঁদে ফাসাচ্ছে সেখানে ভারত তাদের সাহায্য করার জন্য এগিয়েছে। একটা সময় তাই চিনকে বিক্রমশালী মনে হলেও বর্তমানে চিনা ড্রাগনের দাপট কমেছে বহুখানি। দেউলিয়া শ্রীলংকাকে ৩২ হাজার কোটি টাকার আর্থিক সাহায্য দেয় ভারত। সেই নিয়ে ধন্যবাদ জ্ঞাপন করতেও ভোলেননি রনিল বিক্রমসিঙ্ঘে। আসন্ন সফরে ভারতের সাথে সহযোগিতা বাড়ানোই আসল লক্ষ্য থাকবে তার।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর