বাংলাহান্ট ডেস্কঃ করোনা ভাইরাসের (COVID-19) মোকাবিলা করতে কিছুটা হলেও সক্ষম হয়েছে তাইওয়ান (Taiwan)। তাই এবার তারা তাঁদের অভিজ্ঞতার কথা ভাগ করে নেবে ভারতীয় চিকিৎসকদের সঙ্গে। তাইওয়ান ঘন জনসংখ্যার দেশ হওয়া সত্ত্বেও করোনা ভাইরাসের ফলে আক্রান্তের সংখ্যা মাত্র ৩৮৫ জন এবং প্রাণ হারিয়েছেন ৬ জন। তবে ইতিমধ্যেই সুস্থ হয়ে গিয়েছেন ৯৯ জন ব্যক্তি। এরপর তারা তাঁদের এই করোনা মোকাবিলার অভিজ্ঞতার কথা ভাগ করে নিচ্ছেন ১৪০০০ জন ভারতীয় মেডিকেল স্টাফের সঙ্গে।
করোনা ভাইরাস সংকট মোকাবেলায় ১৪০০০ জন ভারতীয় চিকিৎসা কর্মীদের সাথে তারা তাঁদের অভিজ্ঞতার কথা ভাগ করে নেবেন। যার মধ্যে প্রায় ৯০০০ জন কর্মীর সাথে ইতিমধ্যেই ভিডিও কনফারেন্স করেছেন তারা। পবরর্তী ভিডিও কনফারেন্স ১৪ ই এপ্রিল অনুষ্ঠিত হবে। এবং সেখানে প্রায় ৫০০০ ভারতীয় মেডিকেল কর্মী অংশ নিচ্ছেন। নয়াদিল্লিতে তাইওয়ানের প্রতিনিধি অফিস এক জানিয়েছে, “বর্তমানে ভারত একটি গুরুত্বপূর্ণ দেশ। তাই আমাদের সরকার ভারত এবং এই অঞ্চলের অন্যান্য দেশগুলিকে মহামারী মোকাবেলায় সহায়তা করার সিদ্ধান্ত নিয়েছেন।”
২ রা এপ্রিল প্রথম দফায় ভারতীয় চিকিৎসা কর্মীদের সঙ্গে তাইওয়ানের করোনা রোগের সহযোগী অধ্যাপক এবং কোয়ারেন্টাইন ডিরেক্টর ডাঃ চেন, তাইওয়ানের জাতীয় চেং কুং বিশ্ববিদ্যালয় হাসপাতালে কথাবার্তা বলেন। তাঁদের মধ্যে অনেকরকম প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়। মুম্বাই-ভিত্তিক ALKEM ল্যাবরেটরিজ লিমিটেডের সহায়তায় ৯০০০ চিকিৎসাকর্মীকে আগেই প্রশিক্ষিত হয়েছিল। এবং বাকী ৫০০০ জনকে ভেরিটাস হেলথ কেয়ার লিমিটেডের সহায়তায় পরবর্তীতে প্রশিক্ষণ দেওয়া হবে।
এই কাজের জন্য উভয় ওষুধ সংস্থাগুলি একটি পিআর সংস্থার সহায়তায় ভারতের হাসপাতালের সাথে যুক্ত মেডিকেল বা ফার্মাসিউটিক্যাল কর্মীদের আলোচনার কথা বলেন। করোনার ভাইরাসের বিরুদ্ধে তাইওয়ান যেভাবে লড়ে চলেছে, তা বিশ্বজুড়ে প্রশংসনীয়। খুবই অল্প সংখ্যক মানুষ সেখানে করোনা আক্রান্ত হয়েছেন।
চিকিৎসা বিষয়ে সাহায্য করা ছাড়াও ১ লা এপ্রিল, তাইওয়ান আন্তর্জাতিক মানবিক সহায়তা চালু করে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপকে ১০ মিলিয়ন মেডিকেল মাস্ক এবং অন্যান্য চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করে। তাইওয়ান তাঁদের সাধ্যমত ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলি, চেক প্রজাতন্ত্র, ফ্রান্স, জার্মানি, ইতালি, লাক্সেমবার্গ, পোল্যান্ড, স্পেন, ভ্যাটিকান সিটি, সুইজারল্যান্ড এবং যুক্তরাজ্যকে সবরকম সহায়তা করে চলেছে।
তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয় গত সপ্তাহে আরও একবার আন্তর্জাতিক মানবিক সাহায্যের ঘোষণা করেছেন। যার দরুণ ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশসমূহ, আমেরিকা, লাতিন আমেরিকা এবং উত্তর, মধ্য ও পূর্ব ইউরোপের মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ রাজ্যগুলিতে ৬ মিলিয়ন মাস্ক সরবরাহ করে। তাইওয়ান বর্তমানে জাপানের দিকেও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।