ওজনস্তরে বিশাল গর্ত, সংকটের মুখে মানব সভ্যতা?

বাংলাহান্ট ডেস্কঃ করোনা সংক্রমণ ঠেকানোর জন্য এই মুহুর্তে গোটা বিশ্বে লকডাউন। যার জেরে পৃথিবীর বিভিন্ন অংশ ইতিমধ্যে উল্লেখযোগ্য ভাবে দূষনমুক্ত হয়েছে। সেরে উঠছে পৃথিবীর অসুখ। এরই মধ্যে খারাপ খবর শোনালেন বিজ্ঞানীরা। উত্তর মেরুর ওপর ওজোন স্তরে একটি বিশাল গর্ত তৈরি হয়েছে বলে জানা যাচ্ছে।

আর্টিকের উপর দিয়ে ওজোন স্তরে এরকম গর্ত খুবই বিরল বলে জানাচ্ছেন বিজ্ঞানীরা। বিজ্ঞানীরা ঘটনার জন্য উত্তর মেরুর উপরে বায়ুমণ্ডলে নিম্ন তাপমাত্রাকে দায়ী করেছেন, যা তারা গত বেশ কয়েক দিন ধরে ট্র্যাক করে চলেছে।

images 10 11

তবে এটি আরও দক্ষিণে অগ্রসর না হলে মানুষের পক্ষে কোনও বিপদ হওয়ার আশঙ্কা নেই বলেই জানা যাচ্ছে । যদি এটি দক্ষিণ গ্রিনল্যান্ডের মতো জনবহুল অঞ্চলে আরও দক্ষিণে প্রসারিত হয় তবে তা সেখানে বসবাসকারী মানুষের জন্য এটি খুবই ক্ষতিকর প্রমানিত হবে।

যদিও বর্তমানে যে ট্রেন্ড দেখা যাচ্ছে তাতে গর্তটি কয়েক সপ্তাহের মধ্যে পুরোপুরি অদৃশ্য হয়ে যাওয়ার আশা করা হচ্ছে।উত্তরাঞ্চলীয় মেরু অঞ্চলে কম তাপমাত্রা অস্বাভাবিক স্থিতিশীল মেরু ঘূর্ণি বাড়ে এবং বায়ুমণ্ডলে ওজন-বিনষ্টকারী রাসায়নিক যেমন ক্লোরিন এবং ব্রোমিনের উপস্থিতি – মানুষের ক্রিয়াকলাপ থেকে – গর্তটি তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে।

 

সম্পর্কিত খবর