এবার মেট্রো রেলে লক্ষাধিক টাকা বেতনের চাকরির সুযোগ! এভাবে করুন আবেদন

Published On:

বাংলা হান্ট ডেস্ক: চাকরিপ্রার্থীদের জন্য এবার একটি বড় খবর সামনে এল। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এবার গুজরাট মেট্রো রেলে (Gujarat Metro Rail) একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে। মূলত, গুজরাট মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডই (GMRCL) এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে চলেছে। এমতাবস্থায়, বর্তমান প্রতিবেদনে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।

কোন কোন পদে করা হবে নিয়োগ: জানা গিয়েছে, রেলের উচ্চপদে এই নিয়োগ সম্পন্ন হবে। অর্থাৎ, সেক্ষেত্রে কেবল মাত্র তাঁরাই আবেদন করতে পারবেন যাঁদের কাজের অভিজ্ঞতা রয়েছে। মূলত জেনারেল ম্যানেজার সহ ডেপুটি ম্যানেজার ও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, অ্যাডিশনাল জেনারেল ম্যানেজার এবং সিনিয়র ইঞ্জিনিয়র পদে এই নিয়োগ করা হবে। পাশাপাশি, মোট শূন্যপদের সংখ্যা হল ৮২।

বেতন: জানিয়ে রাখি যে, এই পদের জন্য বেতনের পরিমাণ হল লক্ষাধিক টাকা।

আরও পড়ুন: এইভাবেই ভারত হয়ে উঠছে সবার “বস”! এবার বড় ধাক্কা পেয়ে বেসামাল চিন

কিভাবে করবেন আবেদন: এক্ষেত্রে আবেদনে ইচ্ছুক প্রার্থীরা গুজরাট মেট্রো রেল কর্পোরেশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সংশ্লিষ্ট পদগুলির জন্য আবেদন করতে পারবেন। এমতাবস্থায়, যোগ্য প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে বাছাই করা হবে। পাশাপাশি, ইন্টারভিউয়ের স্থান এবং সময় পরে জানিয়ে দেওয়া হবে বলেও জানা গিয়েছে।

আরও পড়ুন: পেট্রোল পাম্পে তেল ভরার সময়ে মাথায় রাখুন এই জিনিসগুলি, নাহলেই হবেন প্রতারণার শিকার

মূলত, চুক্তির ভিত্তিতে এই নিয়োগ করা হবে। পাশাপাশি, আবেদনের সময়ে প্রার্থীদের বেশ কিছু নথিও জমা দিতে হবে অনলাইনে। তবে ওইসব নথির হার্ডকপি কোথাও পাঠাতে হবে না। এই সংক্রান্ত বিজ্ঞপ্তিটি থেকেও বিস্তারিত তথ্য জানতে পারবেন আবেদনে ইচ্ছুক প্রার্থীরা।

Now there is a job opportunity in the metro rail with a salary of lakhs of rupees

গুরুত্বপূর্ণ তারিখ: মাথায় রাখতে হবে যে, আগামী ১৭ নভেম্বর, ২০২৩ পর্যন্ত আবেদন করা যাবে।

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

X