এবার FD-তে বিপুলহারে সুদ দিচ্ছে এই ৪ টি ব্যাঙ্ক! অ্যাকাউন্ট থাকলেই হয়ে যাবেন মালামাল

বাংলা হান্ট ডেস্ক: সঠিকভাবে অর্থ বিনিয়োগের মাধ্যমে ভবিষ্যৎকে সুরক্ষিত করতে কে না চান? তবে, বর্তমান সময়ে বিনিয়োগের ক্ষেত্রে একাধিক মাধ্যম থাকলেও কিছু কিছু ক্ষেত্রে থেকে যায় ঝুঁকিও। এমতাবস্থায়, অন্যতম নিরাপদ এবং ঝুঁকিহীন বিনিয়োগের মাধ্যম হল ফিক্সড ডিপোজিট (Fixed Deposit) বা FD। এখানে অর্থ বিনিয়োগ করে গ্রাহকেরা নিশ্চিন্তে থাকতে পারেন এবং তাঁরা লাভবানও হন।

তবে, বিভিন্ন ব্যাঙ্কের ক্ষেত্রে FD-তে সুদের হারে তারতম্য পরিলক্ষিত হয়। এদিকে, ইতিমধ্যেই বেশ কয়েকটি ব্যাঙ্ক রয়েছে যারা চলতি মাসে FD-র ক্ষেত্রে সুদের হার সংশোধন করেছে এবং গ্রাহকদের জন্য ৮.৬ শতাংশ পর্যন্ত সুদের হার উপলব্ধ করছে। বর্তমান প্রতিবেদনে আমরা ঠিক সেইরকমই চারটি ব্যাঙ্কের প্রসঙ্গ উপস্থাপিত করব।

১. Suryoday Small Finance Bank: এই ব্যাঙ্কটি গ্রাহকদের ৪ শতাংশ থেকে শুরু করে ৮.৬০ শতাংশ হারে সুদ প্ৰদান করছে। পাশাপাশি, জানা গিয়েছে সর্বোচ্চ সুদের হার ২ বছর থেকে ৩ বছরের বেশি সময়ের ক্ষেত্রে দেওয়া হয়। এছাড়াও, প্রবীণ নাগরিকরা সাধারণ গ্রাহকদের তুলনায় বিভিন্ন মেয়াদের FD-তে ৫০ বেসিস পয়েন্ট অতিরিক্ত সুদ পাবেন। ইতিমধ্যেই সুদের এই নতুন হার গত ৭ অগাস্ট ২০২৩ থেকে লাগু হয়েছে।

আরও পড়ুন: Axis Bank-এর গ্রাহকদের জন্য বড়সড় সুখবর! এবার FD-তে লাফিয়ে বৃদ্ধি পেল সুদের হার

২. Jana Small Finance Bank: সাধারণ গ্রাহকদের ক্ষেত্রে এই ব্যাঙ্ক ৭ দিন থেকে ১০ বছরের মধ্যে মেয়াদের জন্য ৩ শতাংশ থেকে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদের হার উপলব্ধ করে। এই নতুন হার গত ১৫ অগাস্ট, ২০২৩ থেকে কার্যকর হয়েছে। উল্লেখ্য যে, এই ব্যাঙ্ক সুদের সর্বোচ্চ হার ২ বছর থেকে ৩ বছর (১,০৯৫ দিন) মেয়াদে প্রদান করে।

আরও পড়ুন: ৫ লক্ষ বিনিয়োগ করে পেয়ে যান ১০ লক্ষ! SBI-এর এই FD-তে বিনিয়োগ করলেই হয়ে যাবেন মালামাল

৩. Utkarsh Small Finance Bank: এই ব্যাঙ্কও FD-র ক্ষেত্রে দুর্দান্ত সুদের হার প্রদান করছে গ্রাহকদের। ৭ দিন থেকে ১০ বছরের মেয়াদের জন্য সাধারণ গ্রাহকদের ক্ষেত্রে ৪ শতাংশ থেকে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদের হার প্রদান করা হচ্ছে। ইতিমধ্যেই এই নতুন হার গত ২১ অগাস্ট, ২০২৩ থেকে কার্যকর হবে। পাশাপাশি সর্বোচ্চ সুদের হার ২বছর থেকে ৩ বছর (১,০৯৫ দিন) মেয়াদে প্রদান করা হচ্ছে।

Now these 4 banks are giving huge interest in fixed deposit

৪. Equitas Small Finance Bank: এই ব্যাঙ্ক ৭ দিন থেকে ১০ বছরের মেয়াদের জন্য সাধারণ গ্রাহকদের ক্ষেত্রে ৩.৫ শতাংশ থেকে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদের হার উপলব্ধ করছে। পাশাপাশি নতুন হার গত ২১ অগাস্ট, ২০২৩ থেকে কার্যকর হয়েছে। এক্ষেত্রে সর্বোচ্চ হার ৪৪৪ দিনের মেয়াদের জন্য দেওয়া হয়।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর