বাংলাহান্ট ডেস্ক : এই মুহূর্তে দেশের দ্রুততম ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। অত্যাধুনিক প্রযুক্তির সঙ্গে সঙ্গে দ্রুত গতির দুরন্ত মিশেল এই ট্রেন। চোখের নিমেষে গন্তব্যে পৌঁছে দিতে বন্দে ভারতের জুড়ি মেলা ভার। হাতে সময় কম, অথচ যত দ্রুত সম্ভব গন্তব্যে পৌঁছানোর দরকার। এমতাবস্থায় অনেকেই বন্দে ভারতের (Vande Bharat Express) শরণাপন্ন হয়ে থাকে। কিন্তু এই ট্রেনের টিকিট পাওয়া যথেষ্ট কষ্টসাধ্য। তবে এবার যাত্রীদের এই সমস্যা দূর হতে চলেছে।
বন্দে ভারতের (Vande Bharat Express) টিকিটের ক্ষেত্রে বড় নির্দেশিকা
বন্দে ভারতের জন্য নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানেই যাত্রীদের জন্য জানানো হয়েছে বড় সুখবর। এবার ট্রেনে ওঠার মাত্র ১৫ মিনিট আগেও কাটা যাবে টিকিট। তবে যে কোনও এক্সপ্রেস ট্রেনের ক্ষেত্রে অবশ্য এই পরিষেবা মিলবে না। শুধুমাত্র নির্দিষ্ট ৮ টি বন্দে ভারতের (Vande Bharat Express) ক্ষেত্রেই এই বিশেষ পরিষেবা চালু হচ্ছে।
কোন বন্দে ভারতের ট্রেনের ক্ষেত্রে মিলবে পরিষেবা: রেলের নির্দেশিকায় জানানো হয়েছে, বন্দে ভারত ট্রেনটি (Vande Bharat Express) স্টেশনে আসার মাত্র ১৫ মিনিট আগেই টিকিট কাটা যাবে। কিন্তু কোন ৮ টি নির্দিষ্ট ট্রেনের ক্ষেত্রে মিলবে এই পরিষেবা? রেল সূত্রে খবর, আপাতত সাউদার্ন জোনে চলা ৮ টি বন্দে ভারতের ক্ষেত্রে এই বিশেষ সুবিধা পাওয়া যাবে। মাত্র ১৫ মিনিট আগেই সংরক্ষিত টিকিট পাওয়া যাবে।
আরও পড়ুন : এক বছর পর ফের নবান্ন অভিযান, ‘অভয়া’র বাবা মায়ের কর্মসূচি আটকাতে জোড়া জনস্বার্থ মামলা হাইকোর্টে
কেন এমন উদ্যোগ: সাউদার্ন জোনের রেল আধিকারিক এ বিষয়ে জানান, এখন থেকে যাত্রীরা ট্রেন স্টেশনে ঢোকার কিছুক্ষণ আগেই টিকিট কাটতে পারবেন। জানা গিয়েছে, টিকিট বুকিংয়ের ক্ষেত্রে যাত্রীদের যাতে আর কোনও রকম সমস্যায় পড়তে না হয় তার জন্যই এই ব্যবস্থা করা হয়েছে বলে খবর।
আরও পড়ুন : সেপ্টেম্বর পর্যন্ত ডেডলাইন, প্রতারণা মামলায় মিঠুনকে স্বস্তি দিয়ে রাজ্যকে সময় বেঁধে দিল কলকাতা হাইকোর্ট
এক মাস আগেও অনেক সময় টিকিট কেটে ওয়েটিং লিস্টে পড়ে থাকে। সেখানে মাত্র ১৫ মিনিট আগে কীভাবে এত সংরক্ষিত টিকিট পাওয়া সম্ভব? রেলের তরফে অবশ্য সমাধান দিয়ে জানানো হয়েছে, যারা ১৫ মিনিট আগে টিকিট কাটবেন তাদের কথা মাথায় রেখেই ‘কারেন্ট বুকিং’ নামে একটি বিশেষ পরিষেবা চালু করা হবে। এই কারেন্ট বুকিংয়ের মধ্যেই বেশ কিছু আসন আলাদা ভাবে সংরক্ষণ করা থাকবে।