বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই দেশজুড়ে রীতিমতো সুপারহিট বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। ভারতীয় রেলের (Indian Railways) এই অত্যাধুনিক সেমি-হাইস্পিড ট্রেন তুমুল জনপ্রিয়তা অর্জন করেছে। তবে, এবার দেশের সাধারণ মানুষের কথা ভেবে “বন্দে সাধারন” (Vande Sadharan) ট্রেন নিয়ে আসতে চলেছে রেল। এই ট্রেনে বন্দে ভারতের তুলনায় টিকিটের মূল্য থাকবে অনেকটাই কম।
ইতিমধ্যেই এই ট্রেনের কোচের ছবি সামনে এসেছিল। এমতাবস্থায়, এবার সামনে এল ট্রেনটির লোকোমোটিভের ছবিও। এদিকে, কয়েকদিন আগেই এই ট্রেনের বিষয়ে ICF-এর জেনারেল ম্যানেজার বি জি মাল্য জানিয়েছিলেন, এই ট্রেনগুলি হবে নন-এসি। পাশাপাশি, এই পুশ-পুল ট্রেনে থাকবে ২৪ টি কোচ ও ২ টি লোকোমোটিভ। এমতাবস্থায়, বন্দে সাধারণ ট্রেন চলতি মাসের শেষেই সামনে আসতে পারে।
পাশাপাশি, সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই ট্রেনের জন্য কোচ তৈরির প্রক্রিয়া চলছে চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে (ICF)। বন্দে সাধারণ ট্রেনে ২৪ টি LHB কোচ থাকবে। এছাড়াও, বায়ো ভ্যাকুয়াম টয়লেট, প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেম এবং চার্জিং পয়েন্টের মতো সুবিধাও উপলব্ধ রয়েছে। পাশাপাশি ট্রেনে বসানো থাকবে সিসিটিভি ক্যামেরাও। এছাড়া স্বয়ংক্রিয় দরজার সুবিধাও পাওয়া যাবে।
আরও পড়ুন: মণিপুরের থেকেও ছোট, তবে ক্ষমতা অপরিসীম! একসঙ্গে ৮ ইসলামিক দেশকে একাই হারিয়েছিল ইজরায়েল
ট্রেনের স্টপেজ কম হবে: উল্লেখ্য যে, এই ট্রেনগুলির সবচেয়ে বিশেষ বিষয় হল, এগুলির গতি মেল এবং এক্সপ্রেসের চেয়ে বেশি হবে এবং এর সাথে স্টপেজও কম হবে। এই প্রসঙ্গে তথ্য দেওয়ার সময়ে, রেল মন্ত্রকের এক আধিকারিক জানিয়েছিলেন যে, বন্দে ভারত এবং বন্দে সাধারনের পার্থক্য বোঝাটা খুব গুরুত্বপূর্ণ। এই ট্রেনটি হবে শতাব্দী ও জনশতাব্দীর মতো। যখন শতাব্দী ট্রেন চালু হয়, তখন এর ভাড়া বেশি ছিল। কিন্তু তখন সাধারণ মানুষের জন্য রেলওয়ে জনশতাব্দী ট্রেন চালু করেছিল। যার ভাড়া কম ছিল।
আরও পড়ুন: এইভাবেই ভারত হয়ে উঠছে সবার “বস”! এবার বড় ধাক্কা পেয়ে বেসামাল চিন
ভাড়া কত হতে পারে: মূলত, এই ট্রেনটি নিম্নবিত্ত মানুষের জন্য নিয়ে আসছে রেল। যার ফলে দরিদ্র যাত্রীরাও এই ট্রেনে সফর করতে পারবেন। এর পাশাপাশি তাঁরা ট্রেনে সব ধরণের সুযোগ-সুবিধাও পেতে পারেন। এই ট্রেনের ভাড়া বন্দে ভারত এক্সপ্রেসের থেকে অনেক কম হবে। তবে, ভাড়া সম্পর্কে কোনো নির্দিষ্ট তথ্য সামনে আসেনি।