কপাল খুলল সিভিক ভলেন্টিয়ারদের! সিভিক সহ সব সহযোগী পুলিস কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিল নবান্ন

Published on:

Published on:

Civic Volunteers

বাংলা হান্ট ডেস্কঃ বড় সিদ্ধান্ত নবান্নের (Nabanna)। এই প্রথম সিভিক ভলান্টিয়ার (Civic Volunteers), ভিলেজ পুলিস (Village police) সহ সহযোগী পুলিস কর্মীরা কনস্টেবল নিয়োগ পরীক্ষায় বসতে চলেছেন। কোটা ব্যবস্থা থাকছে সেই লক্ষ্যে। উল্লেখ্য, এতদিন পর্যন্ত সিভিক, হোমগার্ড প্রভৃতি সহযোগী পুলিস কর্মীরা কনস্টেবল নিয়োগ পরীক্ষায় বসতে পারতেন না। এবার তারাও পুলিসের পরীক্ষায় বসতে পারবেন।

কনস্টেবল নিয়োগ পরীক্ষায় এবার অনুমতি সিভিকদেরও | Civic Volunteers

সূত্রের খবর, ওয়েলফেয়ার কমিটি তরফে এই প্রস্তাব পাঠানো হয়েছিল। তাতে সায় দিয়েছে নবান্ন। তবে সহযোগী পুলিস কর্মীরা কাজে ব্যস্ত থাকায় তাঁদের প্রতিষ্ঠানে গিয়ে প্রশিক্ষণ নেওয়ার বিষয়টা সমস্যাজনক ছিল। সেই সমস্যা দূরীকরণে অনলাইন প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে রাজ্য পুলিসের ওয়েলফেয়ার কমিটির তরফে। আগামী সোমবার থেকে অনলাইন প্রশিক্ষণ দেওয়া হবে।

ওয়েলফেয়ার কমিটির অনলাইন ক্লাসের মাধ্যমে পরীক্ষার জন্য প্রয়োজনীয় অঙ্ক, সাধারণ জ্ঞান এবং আইন সংক্রান্ত বিষয়গুলি পড়ানো হবে। প্রশিক্ষিত শিক্ষকদের দ্বারা লাইভ ক্লাস নেওয়া হবে। আবার ফেসবুকে দেওয়া নির্দিষ্ট লিঙ্কে গিয়েও বিষয়গুলি শেখার ব্যবস্থা থাকবে। ডাউট ক্লিয়ার সেশনও কনডক্ট করা হবে।

উল্লেখ্য, সহযোগী পুলিস কর্মীরা যাতে পুলিস কনস্টেবলের পরীক্ষায় বসার সুযোগ পান, পাশাপাশি বয়সের ছাড়, এবং কোটার বিষয় নিয়ে স্বরাষ্ট্র দপ্তরে প্রস্তাব দেন রাজ্য পুলিসের ওয়েলফেয়ার কমিটির কর্তারা। দীর্ঘ আলোচনার পর ওয়েলফেয়ার কমিটির প্রস্তাবে সায় দেয় নবান্ন।

Nabanna

আরও পড়ুন: পুজোর আগে টানা ঝড়-বৃষ্টির সতর্কতা জারি! আগামী ৭ দিন কেমন থাকবে আবহাওয়া? আগাম আপডেট

নবান্ন জানায়, এবার থেকে সিভিক-সহ সহযোগী পুলিস কর্মীদের জন্যও পুলিশের নিয়োগ পরীক্ষায় বসার সুযোগ খুলে যাচ্ছে। তাঁদের জন্য ১৫ শতাংশ কোটা নির্দিষ্ট করে দেয় নবান্ন। বলা হয়েছে, ৩৫ বছর বয়সসীমা মধ্যে আবেদন করা যাবে। নভেম্বর মাসে কনস্টেবল নিয়োগের পরীক্ষা রয়েছে। তাতে প্রায় পাঁচ হাজার সহযোগী পুলিস কর্মী অংশগ্রহণ করতে চলেছেন। রাজ্যের এই সিদ্ধান্তে সিভিক সহ সব সহযোগী পুলিস কর্মীরা স্বস্তি পেয়েছেন।